বিনোদন

তানিশার ডিম্বাণু সংরক্ষণ, বিয়ে নিয়ে কী ভাবছেন কাজলের বোন

বলিউডের বরেণ্য অভিনেত্রী তনুজার দুই কন্যা। তারা হলেন— কাজল মুখার্জি ও তানিশা মুখার্জি। বলিউডে পা রেখে দারুণ খ্যাতি কুড়িয়েছেন কাজল। পাশাপাশি সংসারীও হয়েছেন। তবে ৪৫ বছর বয়সী তানিশা মুখার্জি এখনো অবিবাহিত। বিয়ে না করলেও ৬ বছর আগে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। কিন্তু বিয়ে নিয়ে কী ভাবছেন ‘সরকার’খ্যাত এই অভিনেত্রী?

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন তানিশা মুখার্জি। এ আলাপচারিতায় এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে কৌতূহলী হতে দিন, তাদেরও অধিকার আছে এবং ব্যক্তিগত বিষয়ে আমারও অধিকার আছে।’

বিয়ের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে, তানিশা মুখার্জি বলেন, ‘আমি মনে করি, বিয়ে চমৎকার একটি ইনস্টিটিউশন, যেসব মানুষ এটি বুঝেন, সঠিক মানুষ খুঁজে পান, তাদের জন্য এটি সুন্দর। আমি সবসময়ই বিয়ে করতে চাওয়ার প্রস্তাব দিয়েছি এবং সৃষ্টিকর্তা তা বারবার ফিরিয়ে দিয়েছেন। প্রত্যেক মানুষই বিশেষ এমন একজনকে খুঁজেন, যার সঙ্গে বৃদ্ধ হওয়া যায়।’

বিয়ে না করে ডিম্বাণু সংরক্ষণ করার কারণ ব্যাখ্যা করে অন্য এক সাক্ষাৎকারে তানিশা বলেছিলেন, ‘আমি আপাতত সন্তান চাই না। একথাই বার বার মাথায় ঘুরছিল। চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে আলোচনাও করেছি। অবশেষে ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি। বিষয়টি নিয়ে আমি দারুণ খুশি।’

জীবন উপভোগ করতে চান এই তানিশা। তা উল্লেখ করে এ অভিনেত্রী বলেছিলেন, ‘মেয়েরা শুধু বংশবৃদ্ধির জন্য নয়। জীবন সামনে এগিয়ে নিতে মেয়েদের একজন পুরুষ লাগবে তা কিন্তু একেবারেই নয়। দত্তক নিয়েও মা হওয়া যায়। আমার মনে হয়, এই উপায়ে মা হলে সমাজেরই উপকার।’

ভারতীয় অভিনেতা আরমান কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তানিশা। এক বছর প্রেম করার পর আলাদা হয়ে যান তারা। অভিনয় ক্যারিয়ারের শুরুর দিকে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। যদিও সে সম্পর্কও টেকেনি।

বিভিন্ন রিয়েলিটি শোয়ে কাজ করে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা মুখার্জি। বলিউড সিনেমায় কাজ করলেও খুব একটা সুবিধা করতে পারেননি। আপাতত সিনেমা থেকে দূরে রয়েছেন তিনি। তবে বিজ্ঞাপন ও বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করছেন তানিশা।