আবারো মা হলেন ছোট পর্দার অভিনেত্রী মৌসুমী নাগ। গত ১০ মার্চ রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। শোয়েব-মৌসুমী নাগের এটি দ্বিতীয় সন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।
মৌসুমী নাগ বলেন, ‘শোয়েব ও আমার সংসারে প্রথম সন্তান ছেলে। এরপর সে একটা মেয়ে প্রত্যাশা করছিল। এবার সৃষ্টিকর্তা আমাদের কন্যাসন্তান উপহার দিয়েছেন। শোয়েবকে এত খুশি দেখে আমারও অনেক ভালো লাগছে। মেয়ের বাবার খুশিতে আমিও খুব খুশি।’
২০০০ সালে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ভাই মিঠু বিশ্বাসের সঙ্গে প্রথম ঘর বাঁধেন মৌসুমী নাগ। এ সংসারে মৌসুমী-মিঠুর একটি পুত্র সন্তান রয়েছে। এই সংসারের ইতি টানার পর অভিনেতা শোয়েবের সঙ্গে ২০১৩ সালের ২৯ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী নাগ। ২০১৫ সালে মৌসুমী-শোয়েবের সংসারে প্রথম পুত্রসন্তান জন্ম নেয়।