বিনোদন

প্রিয়াঙ্কার রত্ন সজ্জিত গলার হারটির মূল্য কত?

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বিয়ের পর স্বামী নিক জোনাসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কয়েক দিন আগে স্বামী-কন্যাকে নিয়ে ভারতে ফিরেন। আর ফিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই অভিনেত্রী।

মূলত, মুম্বাই ফিরে একটি ইভেন্টে যোগ দেন প্রিয়াঙ্কা চোপড়া। এ অনুষ্ঠানে তোলা কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, প্রিয়াঙ্কার পরনে পিঙ্ক কালারের শাড়ি, গলায় হার।

আবেদনময়ী লুকে প্রিয়তারকাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। কেউ কেউ তাকে ‘আগুন’ কিংবা ‘রাজকন্যা’ বলেও মন্তব্য করছেন। সবকিছু ছাপিয়ে প্রিয়াঙ্কার গলার হারটি চর্চায় উঠে এসেছে। কারণ হারটির মূল্য কয়েক কোটি টাকা।

সেলিব্রেটি আউটফিটের বরাত দিয়ে সিয়াসাত ডটকম জানিয়েছে, প্রিয়াঙ্কার গলার হারটি রত্ন দিয়ে সজ্জিত। এটি প্রস্তুত করেছে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। এর মূল্য ৮ কোটি ৩ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৬৪টি লাখ টাকার বেশি।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভ এগেন’। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন স্যাম হিউগান। সিনেমাটিতে তার স্বামী নিক জোনাসও অভিনয় করেন। গত বছরের ৫ মে মুক্তি পায় হলিউডের এই সিনেমা।