বিনোদন

গরুর হাটের স্মৃতিগুলো মনে পড়ে: পারসা ইভানা

শোবিজ তারকারা বছরজুড়ে শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। ঈদের সময় পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান। ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা ঢাকায় ঈদ করছেন।

পরিচিতি পাওয়ার পর ঈদের আনন্দটাও বদলে গেছে এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে ইভানা বলেন, আগের ঈদগুলো ভালো ছিল। আসলে এক-একটা বয়স থাকে। বয়সের সাথে সাথে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হয়। ঈদ এলে এখন মনে হয় বড় হয়ে গিয়েছি। আগে সালামি নিতাম, এখন দিতে হয়। সত্যি কথা বলতে, এখন আর আগের মতো ঈদ ভাইভ পাই না।’

নিজেকে কখনো তারকা মনে করেন না জানিয়ে ইভানা বলেন, ‘হয়তো মানুষ ভালোবাসে, পছন্দ করে, তবে আমি নিজেকে কখনো বড় কিছু মনে করি না। আমি সাধারণ জীবন কাটাই। এখন আমার কাছে ঈদের আনন্দ মানে, দর্শকের ভালোবাসা পাওয়া।’

ঈদের আনন্দ বহুগুণে বাড়িয়ে দেয় নতুন পোশাক। ছোট-বড় সবার জন্যই কথাটি প্রযোজ্য। ইভানা বলেন, ‘ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। সালোয়ার কামিজই ঈদে নেয়া হয় সবসময়। এবারো তাই। কোরবানির ঈদে জামাকাপড় কেনার চেয়ে গরু কেনা নিয়ে বেশি একসাইটেড থাকি।’

গরুর হাটের স্মৃতি নিয়ে ইভানা বলেন, ‘আমার ভাই ও আমি যমজ। বাবাকে সবসময় জোর করতাম- আমাকে হাটে নিয়ে যেতে হবে। হাটে অনেক লোকজন থাকে। বাবা নিতে চাইতো না। জোর করে করে যেতাম। এখন কোরবানির ঈদে ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে। অনেক বছর হাটে যাওয়া হয় না আমার। যাওয়ার উপায়ও নেই। কেনাকাটা করতে বের হলে ভক্তদের সেলফির কবলে পড়তে হয়। একে আমি আশীর্বাদ মনে করি। আমি খুব এনজয় করি।’ 

ঈদের কাজ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘‘এবার ঈদে দুই-তিনটা কাজ আসবে। এর মধ্যে আশিকুর রহমান ভাইয়ের ‘এভাবেও ফিরে আসা যায়’ নাটকটি উল্লেখযোগ্য।’’

‘আমারও স্বপ্ন আছে নিজেকে বড়পর্দায় দেখার। যদি ভালো গল্প, ডিরেক্টর ও বাজেট হয় কাজ করতে চাই। আমি সব সেক্টরে কাজ করতে প্রস্তুত। তবে কন্টেন্টের চেয়ে কোয়ালিটি ভালো হতে হবে।’ যোগ করেন এই অভিনেত্রী।