বিনোদন

ঈদের চতুর্থ দিন ছোটপর্দার নাটক-টেলিফিল্ম

আজ টেলিভিশন চ্যানেলে ঈদের চতুর্থ দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচার হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

মাছরাঙা

বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার একক নাটক: প্রেম এসেছিল একবার। অভিনয়ে: ইয়াশ রোহান, তটিনী প্রমুখ। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: নয়শো প্রহরী। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, নাদিয়া, শাহনাজ খুশি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে নাটক: লও ঠ্যালা। রচনা ও পরিচালনা: মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে: জোভান, টয়া প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: টিক্কা রিভেঞ্জ। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: মারজুক রাসেল, তানজিকা আমিন, ইশতিয়াক আহমেদ রুমেল, সাদিয়া তানজিন, মুসাফির সৈয়দ বাচ্চু, সাইদুর রহমান পাভেল, মারুফ মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ। রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে একক নাটক: এই ঘর এই সংসার। রচনা ও পরিচালনা: হাসিব হোসাইন রাখি। অভিনয়ে: নিলয়, তানিয়া বৃষ্টি প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: অনন্ত প্রেম। অভিনয়ে: জোভান আহমেদ, সাফা কবির প্রমুখ। 

এনটিভি

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: বাসায় মানবে না। রচনা: মানব। পরিচালনা: সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে: নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, আব্দুল্লাহ রানা, সহিদ উন নবী প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বিষ দাঁত। রচনা: বৃন্দাবন দাস। পরিচালনা: সকাল আহমেদ। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, সারিকা সাবরিন, শাহনাজ খুশী, প্রাণ রায়, জয়রাজ, মৃণাল দত্ত প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: আমার ঠিকানা তুমি। রচনা ও পরিচালনা: পথিক সাধন। অভিনয়ে: পার্থ শেখ, নওবা তাহিয়া হোসেন, মিলি বাশার, সোমা চৌধুরী প্রমুখ। রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক: বাপ বেটা ঘরজামাই। রচনা: সুজিত বিশ্বাস। পরিচালনা: সোহেল রানা ইমন। অভিনয়ে: মোশাররফ করিম, জান্নাতুল সুমাইয়া হিমি, নরেশ ভুঁইয়া, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: সুখে নাই গনি মিয়া। রচনা ও পরিচালনা: গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে: নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মৌসুমী হামিদ প্রমুখ।  

এটিএন বাংলা

সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: হট টেম্পার। পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, সাফা কবির প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: লুডু স্টার। রচনা: অনামিকা মন্ডল, পরিচালনা: সম্রাট জাহাঙ্গীর। অভিনয়ে: নিলয় আলমগীর, হিমি প্রমুখ। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে একক নাটক: একদিনে সেলিব্রেটি। রচনা ও পরিচালনা: শফিক মুক্তা। অভিনয়ে: মোশাররফ করিম, অলঙ্কার চৌধুরী প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: মেঘ বালিকা। পরিচালনা: বাপ্পী খান। অভিনয়ে: প্রান্তর, জান্নাত জীম প্রমুখ। 

বৈশাখী

বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বিবাহ অভিযান। অভিনয়ে: জাহের আলভী, জেবা জান্নাত, আব্দুল্লাহ রানা প্রমুখ। পরিচালনা: আশরাফী মিঠু। বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বিউটি এখন নায়িকা। অভিনয়ে: অ্যালেন শুভ্র, সারিকা, সুস্মিতা সিনহা, সুমন পাটোয়ারি, সিয়াম নাসির প্রমুখ। পরিচালনা: সরদার রোকন। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: সোনাভান। অভিনয়ে: খায়রুল বাসার, নাজিয়া হক অর্ষা, সুমন সোম প্রমুখ। পরিচালনা: জামাল মল্লিক। রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: বাপকা বেটা। অভিনয়ে: আমিরুল হক চৌধুরী, মীর সাব্বির, আরফান আহমেদ, ফারহানা মিলি, অলিউল হক রুমি, আব্দুল্লাহ রানা, শেলী আহসান, বিনয় ভদ্র প্রমুখ। পরিচালনা: এস আই সোহেল। 

রাত ৮টা ১০মিনিটে প্রচার হবে একক নাটক: বিক্রিত জিনিস ফেরত নহে। অভিনয়ে: মোশাররফ করিম, রোবেনা জুঁই, হান্নান শেলী প্রমুখ। রচনা: এনডি আকাশ, পরিচালনা: তাইফুর জাহান আশিক। রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: শুধু তোমার জন্য। অভিনয়ে: মুশফিক এ ফারহান, সামিরা খান প্রমুখ। রচনা ও পরিচালনা: প্রীতি দত্ত। রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে মেগা নাটক: হৃদয়ে তুমি। অভিনয়ে: সজল, নাদিয়া মিম, শতাব্দী ওয়াদুদ, রকি খান, লাভলী লিপি, সেজুতি খন্দকার প্রমুখ। রচনা ও পরিচালনা: আহমেদ আজিম।

দীপ্ত টিভি

সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: রিকোভারী ম্যান, পরিচালনা: হাসান রেজাউল, অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সামিরা খান মাহি, সমু চৌধুরী। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: নগর প্রজাপতি, পরিচালনা: রুবেল অনুশ, অভিনয়ে: সাফা কবির, খায়রুল বাসার প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: তুমি আছো সবখানে। রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বাই সাইকেল প্রেম ২, পরিচালনা: বিশ্বজিত দত্ত ও প্রীতি দত্ত, অভিনয়ে: তৌসিফ মাহমুদ, সাবিলা নূর, নাদিয়া আহমেদ, প্রিয়া বিপাশা, তামিম মৃধা। রাত ১০টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: রাত বাকি, পরিচালনা: মুরসালিন শুভ, অভিনয়ে: সাবিলা নূর, ফরহাদ লিমন, ইন্দ্রনী ঘটক। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: খানদানী চোর, পরিচালনা: সোহেল রানা ইমন, অভিনয়ে: মোশাররফ করিম, তাসনুভা তিশা।