বিনোদন

দুই সংসারে বিচ্ছেদ: বিপাশার স্বামী বললেন, যা হয় তা ভালোর জন্যই হয়

বলিউড অভিনেতা করন সিং গ্রোভার। ২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন। প্রথম সংসার ভাঙার পর অভিনেত্রী জেনিফারের সঙ্গে ঘর বাঁধেন। কিন্তু এ সংসারও ভেঙে যায়। এরপর বিয়ে করেন অভিনেত্রী বিপাশা বসুকে। ভালোবেসে ঘর বেঁধেছেন এই যুগল।

করন সিং গ্রোভারের দুটি সংসার ভাঙলেও এ নিয়ে তেমন একটা কথা বলতে দেখা যায়নি তাকে। এবার সংসার ভাঙা নিয়ে কথা বললেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে করন সিং গ্রোভার বলেন, ‘ব্রেকআপ কিংবা বিবাহবিচ্ছেদের মাঝে ভালো কিছুই নেই। মানুষ যখন বুঝতে পারে, যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে। এরপর মানুষ সামনে এগিয়ে যায়। আর এটাই ভালো চিন্তা।’

ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলার প্রয়োজন অনুভব করেন না করন। তা জানিয়ে তিনি বলেন, ‘আমার জীবনে কী ঘটছে, তা অন্যকে বলার প্রয়োজনীয়তা আমি কখনো অনুভব করি না। কারণ আমি এটাও প্রত্যাশা করি না, মানুষ আমার কাছে এসে তাদের জীবনে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে কথা বলবে। এটা আমার মূল উদ্দেশ্য নয়, আমি কেবল আনন্দ ও ভালোবাসা ছড়িয়ে দিতে চাই। প্রত্যেকেরই সবকিছু মোকাবিলা করার নিজস্ব কিছু পদ্ধতি আছে; যে যার মতো করে সবকিছু সামলে ওঠে। তাই এ সমস্ত ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা কাম্য।’

স্ত্রী বিপাশার জন্য বদলে গেছে করনের জীবন। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি তার জন্যই আজ নিজেকে চিনতে পেরেছি। যে পরিবর্তন ঘটেছে তা খুবই কঠিন। নিশাচার থেকে আমি এখন ভোর ৫টায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে চাই।’

‘অ্যালোন’ সিনেমার শুটিং সেটে প্রথম বন্ধুত্ব হয় বিপাশা-করনের। ২০১৫ সালে এই সিনেমা মুক্তি পায়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন করন-বিপাশা।

২০০৮ সালে অভিনেত্রী শ্রদ্ধা নিগমকে বিয়ে করেন করন সিং গ্রোভার। বিয়ের ১০ মাস পর ভেঙে যায় এই সংসার। ২০১২ সালে অভিনেত্রী জেনিফারকে বিয়ে করেন করন। ২০১৪ সালে ভেঙে যায় করনের দ্বিতীয় সংসারও। এরপর বিপাশার সঙ্গে ঘর বাঁধেন করন।