বিনোদন

কোটা সংস্কার আন্দোলন: শাকিবের অনুরোধ

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ সারাদেশে ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনা ঘটেছে। পক্ষ-বিপক্ষ দলের সংঘর্ষে আহত ও নিহত হয়েছেন বেশ কজন শিক্ষার্থী। গত কয়েক দিন ধরে বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের ভাবনার কথা জানিয়েছেন। এবার এ নিয়ে কথা বললেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বুধবার (১৭ জুলাই) দুপুরে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এ পোস্টের শুরুতে তিনি লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’

অনুরোধ জানিয়ে শাকিব খান লেখেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তুফান’। রায়হান রাফি নির্মিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার মিমি চক্রবর্তী। গত ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। গত ৫ জুলাই ভারতে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর থেকে বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি।