বিনোদন

অন্যের বিয়ে-বিচ্ছেদ নিয়ে কেন পড়ে আছেন, প্রশ্ন শ্রীলেখার

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর সংসার ভাঙার গুঞ্জনে মুখরিত টলিপাড়া। এরপর গুঞ্জন চাউর হয়, ভেঙে যাচ্ছে ঋষি কৌশিক ও দেবযানী চক্রবর্তীর সংসার। এসব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা করছেন নেটিজেনরা। এ পরিস্থিতিতে ক্ষোভ ঝারলেন আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

শুক্রবার (২৬ জুলাই) শ্রীলেখা তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘নিজেদের জীবন নিয়ে বাঁচুন। কার বিয়ে হচ্ছে, কার বিচ্ছেদ হচ্ছে এসব নিয়ে কেন পড়ে আছেন? সবার সীমারেখাকে শ্রদ্ধা করা উচিত। নিজের সীমাটাও তৈরি করুন। কারো ব্যক্তিগত জীবন অন্যের জন্য নয়। সবাই যে যার মতো ভালো থাকুন আর ভালো রাখুন।’

শ্রীলেখার ভাবনার সঙ্গে অধিকাংশ নেটিজেন একমত পোষণ করেছেন। শুভ্রনীল চৌধুরী লেখেন, ‘যাদের জীবনের শান্তি নেই, তারাই অন্যের জীবনের অশান্তি খুঁজতে যায়। যে নিজে সুখী তার অন্যদিকে মাথা ব্যথা নেই।’ মিডিয়ার সমালোচনা করে শ্রাবস্তী নামে একজন লেখেন, ‘একদম ঠিক বলেছেন। মিডিয়ার মনে হয় আর কোনো কাজ নেই।’

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।