অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে গত ৩১ জুলাই আদালতে আবেদন করেন মার্কিন র্যাপার কার্ডি বি। ঠিক তার পরের দিন এ গায়িকা জানান, ফের মা হতে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার (১ আগস্ট) ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করেন কার্ডি বি। তাতে তাকে লাল রঙের পোশাকে দেখা যায়। পোশাকের ফাঁকে স্পষ্টভাবে উঁকি দিচ্ছে বেবি বাম্প।
এ ছবির ক্যাপশনে কার্ডি বি লেখেন, ‘প্রত্যেকটি শেষের সঙ্গে নতুন সূচনা রয়েছে। খবরটি আপনার সঙ্গে ভাগ করে নিতে পেরে কৃতজ্ঞ। আপনি আমাকে আরো ভালোবাসা, আরো জীবন এনে দিয়েছেন।’
কার্ডি বি ও অফসেট
র্যাপার অফসেটের সঙ্গে বিচ্ছেদের বিষয় জানতে কার্ডি বির প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে মার্কিন গণমাধ্যম এপি নিউজ। সংবাদমাধ্যমটিকে তিনি বলেন, ‘এটি বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে হয়নি। এটি দীর্ঘ দিনের ফসল এবং সৌহাদ্যপূর্ণভাবে হয়েছে। গত ৩১ জুলাই বিচ্ছেদের আবেদন করেছেন কার্ডি বি।’
২০১৭ সালে অফসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান কার্ডি বি। ওই বছরের ২৭ অক্টোবর বাগদান সারেন তারা। একই বছর গোপনে বিয়ের করেন তারা। ২০১৮ সালের ৭ এপ্রিল একটি লাইভ কনসার্টে অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেন কার্ডি। একই বছরের জুলাইয়ে জন্ম নেয় এ দম্পতির কন্যা কালচার কিয়ারি।
২০২০ সালের সেপ্টেম্বরে অফসেটের সঙ্গে বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন কার্ডি। এর এক মাস পরই জানান, তারা একসঙ্গে থাকছেন। ২০২১ সালের ৪ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন কার্ডি। সবকিছু ঠিক থাকলে এ জুটির এটি তৃতীয় সন্তান।