বিনোদন

রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারে ব্যান্ডশিল্পীরা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে রবীন্দ্র সরোবর থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছেন ব্যান্ডশিল্পীরা। 

শনিবার বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে ঠিক একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। এ কারণে সংহতি জানাতে সংগীতশিল্পীরা রবীন্দ্র সরোবরে জড়ো হয়ে পরে শহীদ মিনারের দিকে যাত্রা করেন। 

‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের টিম লিডার প্রবর রিপন ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রবীন্দ্রসরোবরে আমাদের ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ দুদিন আগে নির্ধারিত কর্মসূচি।  সবাইকে এখানে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচির কথা। আমরা এ কারণে রবীন্দ্র সরোবরে সবাই জড়ো হয়ে শহীদ মিনারে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাব।’

এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য অনুরোধ করে তিনি আরো লিখেছেন, ‘শিক্ষার্থীদের পাশে আমরা আছি।’

সুরকার প্রিন্স মাহমুদসহ আরও অনেকে এমন পোস্ট দিয়েছেন। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা সংগীতশিল্পীরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করতে রবীন্দ্র সরোবরে (ধানমন্ডি ৮/এ) মিলিত হবো। সংগীতের মাধ্যমে আমরা আমাদের সমর্থন প্রদর্শন করব। যারা ঢাকার বাইরে আছেন, তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। আমাদের শিক্ষার্থীদের সঙ্গে এই সংহতি হোক শান্তিপূর্ণ এবং গানে গানে। আমরা বাংলা গানের সেসব লাইন দিয়ে ব্যানার ও ফেস্টুন তৈরি করব, যা বিভিন্ন সময় আন্দোলন ও প্রতিবাদে মানুষের মুখে মুখে ছিল। আমরা সবাই একসঙ্গে এ গানগুলো গাইব, এভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাব।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমাদের সব মিউজিশিয়ানের উপস্থিতি এখানে মুখ্য। আমরা সবাই একসঙ্গে দাঁড়ালে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন এবং শক্তি অনুভব করবেন যে আমরা তাদের পাশে আছি। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে সংহতি প্রকাশ করব।’