বয়স যে কেবলি সংখ্যা, তা বহুবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আগামী ২৩ অক্টোবর বলিউডের ‘মুন্নী’ ৫১ বছর বয়সে পা দেবেন। বয়সের সংখ্যাকে চলমান রেখে, নিজের শরীরি সৌন্দর্য ঠিকই স্থির রেখেছেন এই অভিনেত্রী।
ফ্যাশন সচেতন মালাইকা বরাবরই বিলাসবহুল জীবনযাপন করে থাকেন। ব্যয়বহুল পরিধেয় পোশাকে রাখেন নান্দনিকতা। ব্যবহার্য নিত্যপ্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্রেও তার ব্যত্যয় ঘটে না। কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রামে কয়েকটি আবেদনময়ী ছবি পোস্ট করেছেন। তার পোশাক, জুতা ও ব্যাগের মূল্য জানলে অনেকের চোখই ছানাবড়া হয়ে যাবে।
একটি ছবিতে দেখা যায়, হেঁটে যাচ্ছেন মালাইকা আরোরা। তার মাথার চুলগুলো কাঁধে ছেড়ে দেওয়া। মুখে হাসি। পরনে সাদা রঙের টপ-শর্টস, রং মিলিয়ে পায়ে পরেছেন জুতা। তার এক হাতে মুঠোফোন, অন্য হাতে ব্যাগ।
পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, মালাইকার সাদা রঙের টপ-শর্টস সুতি পপলিন দিয়ে প্রস্তুত করা হয়েছে। আরামদায়ক এই পোশাক তৈরি করেছে আলেয়া। এর মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮৭৪ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা)। রং মিলিয়ে মালাইকা পায়ে পরেছেন ফিশনেট হিল (জুতা)। এটিও প্রস্তুত করেছে আলেয়া। যার মূল্য ৯৩ হাজার ২০১ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকার বেশি)।
পরিপূর্ণ এই আউটফিটের সঙ্গে মালাইকা নিয়েছেন ব্রাউন কালারের একটি হাত ব্যাগ। স্প্যানিশ ফ্যাশন হাউজ লোউই এটি প্রস্তুত করেছে। যার মূল্য ৩ লাখ ৪৯ হাজার রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি)। মালাইকা তার এই লুকের জন্য মোট ব্যয় করেছেন ৮ লাখ ৮ হাজার টাকা।