ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলির মা মারা গেছেন। রোববার (১৮ আগস্ট) বিকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন কৌশিকের মা বুলা গাঙ্গুলি। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবারের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন বুলা গাঙ্গুলি। আজ বিকালে কলকাতার গড়িয়ার কানুনগো পার্কে কৌশিকের পৈতৃক বাড়িতে মারা যান বুলা গাঙ্গুলি। খবর পেয়ে স্ত্রী চূর্ণী গাঙ্গুলি ও পুত্র উজান গাঙ্গুলিকে নিয়ে বাড়িতে ছুটে যান কৌশিক।
মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলি। কৌশিকের বাবা বিখ্যাত গিটারবাদক সুনীল গাঙ্গুলি। তার পরিচালক হয়ে ওঠার নেপথ্যে বাবা-মায়ের ভূমিকার কথা একাধিকবার স্বীকার করেছেন কৌশিক।
গত শুক্রবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমাটি এবার সেরা বাংলা ভাষা বিভাগে পুরস্কার জিতেছে। কয়েক দিন আগে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের নারী চিকিৎসক ধর্ষণ ও খুন হওয়ার কারণে পুরস্কার প্রাপ্তির পরও উদযাপন করেননি কৌশিক।
গত ১৪ আগস্ট মধ্যরাতে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করে কলকাতার নারীরা। তাতে সাড়া দিয়ে সপরিবার অ্যাকাডেমি চত্বরে উপস্থিত হয়েছিলেন কৌশিক। আজ মায়ের শেষকৃত্য সম্পন্ন করে আজ টেকনিশিয়ানস স্টুডিওতে প্রতিবাদী মিছিলে যোগ দেন এই গুণী নির্মাতা।