বিনোদন

যৌন হেনস্তার অভিযোগে এবার অরিন্দমের বিরুদ্ধে মামলা

ভারতীয় বাংলা সিনেমার পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার  অভিযোগ তুলেছেন এক অভিনেত্রী। এ নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর এবার মামলা দায়ের করলেন ভুক্তভোগী অভিনেত্রী।

টিভি নাইন এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় অরিন্দমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক অভিনেত্রী। ওই এলাকার একটি রিসোর্টে শুটিং চলাকালীন ওই অভিনেত্রীকে পরিচালক অরিন্দম যৌন হেনস্তা করেছেন বলে দাবি অভিনেত্রীর। তাই নিকটবর্তী থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার জেরে টলিউডের ডিরেক্টরস গিল্ডও অরিন্দম শীলকে বরখাস্ত করেছে।

যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর থেকেই তা অস্বীকার করে আসছেন অরিন্দম শীল। তার বিরুদ্ধে মামলা হওয়ার পরও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। এ অভিনেতা টিভি নাইনকে বলেন, ‘আইন আইনের পথে চলবে। তার জন্য যা করার করতে হবে। আমি বারবার একটাই কথা বলছি, একটি দৃশ্যে অভিনয় করে দেখানোর সময়, আমার শিল্পী যদি অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে তখন বলেননি কেন? আর যদি অস্বস্তি বোধ করে থাকেন, তার জন্য আমি দুঃখিত। পুরো ঘটনাই অনভিপ্রেত।’

আরো পড়ুন: ‘অরিন্দম শীল অত্যন্ত বদমাশ, বদ লোক’

এর আগে অরিন্দম শীল টিভি নাইনকে বলেছিলেন, ‘এই দৃশ্যটা যখন দেখাতে গিয়েছিলাম, তখন আমার মুখটা ওর গাল স্পর্শ করে। সেটা নিয়েই বলা হচ্ছে, আমি নাকি তাকে চুমু খেয়েছি। ঘটনার সময়ে এই অভিনেত্রী কোনো অস্বস্তির কথা জানাননি। এমনকি শুটিংয়ের পরও আমার পাশে এসে বসেছিলেন তিনি।’

এবারই প্রথম নয়, ২০২০ সালেও তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র।  ওই সময়ে এ অভিনেত্রী বলেছিলেন— ‘অরিন্দম শীল অত্যন্ত বদমাশ, বদ লোক।’ 

টলিউডের গুণী অভিনেতা অরিন্দম শীল। ১৯৯৯ সালে ‘তুমি এলে তাই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একই বছর তিনি আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।

তার আরেক পরিচয় তিনি একজন পরিচালক ও প্রযোজক। ২০১৩ সালে ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে পরিচালকের খাতায় নাম লেখান এই অভিনেতা। অভিনয়ে যেমন তিনি নিজেকে প্রমাণ করেছেন তেমনি ‘এবার শবর’, ‘হর হর ব্যোমকেশ’, ‘স্বাদে আহ্লাদে’, ‘ঈগলের চোখ’ তৈরি করেও নির্মাতা হিসেবে জাত চিনিয়েছেন অরিন্দম শীল।