বলিউড অভিনেত্রী অনুপ্রিয়া গোয়েঙ্কা। তার অভিনীত নতুন সিনেমা ‘বার্লিন’। এ সিনেমায় তার সহশিল্পী রাহুল বোস। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জি-ফাইভে মুক্তি পেয়েছে এটি। সিনেমাটিতে ৫৭ বছর বয়সি রাহুল বোসের সঙ্গে ৩৭ বছর বয়সি অনুপ্রিয়ার ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে।
কয়েক দিন আগে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন অনুপ্রিয়া। এ আলাপচারিতায় ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে অনুপ্রিয়া বলেন, ‘আমরা তখন শুটিং করছিলাম না। কয়েকটি স্থিরচিত্রের জন্য ছবি তুলছিলাম। বলে বোঝাতে পারব না, তিনি (রাহুল) কতটা লজ্জা পাচ্ছিলেন। এভাবে ওনাকে দেখে ভীষণ ভালো লাগছিল। যদিও বিষয়টি খুব অস্বস্তিকর ছিল।’
অনুপ্রিয়া নিজেও খুব নার্ভাস ছিলেন। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটি খুব অস্বস্তিকর পরিস্থিতি ছিল। কিন্তু ছবিগুলো চমৎকার এসেছে। এটা সত্যি যে, আমি খুব নার্ভাস ছিলাম এবং চেহারায় আত্মবিশ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করছিলাম।’
অনুপ্রিয়ার প্রিয় অভিনেতা রাহুল বোস। তা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘ছোটবেলায় আমাদের প্রত্যেকেরই একজন পছন্দের তারকা থাকেন, যাকে নিয়ে আমরা নানা কল্পনা করি। আমার জন্য এই পছন্দের তারকা ছিলেন রাহুল বসু।’
রাহুল-অনুপ্রিয়া ছাড়াও ‘বার্লিন’ সিনেমায় আরো অভিনয় করেছেন— অপারশক্তি খুরানা, ইশওয়াক সিং, কবীর বেদি প্রমুখ।