বিনোদন

‘দেশটা আমার, দেশের খারাপ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারিনি’

লালন গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সংগীতাঙ্গনের তার সরব উপস্থিতি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও লগ্নার গান প্রশংসা কুড়াচ্ছে। বিভিন্ন টেলিভিশন, রেডিও ও মঞ্চে নিয়মিত গান গাইছেন এ সংগীতশিল্পী। ছাত্র-জনতার আন্দোলনে মাঠে ছিলেন এই শিল্পী।

এ বিষয়ে লগ্না বলেন, ‘এই দেশটা আমার। আর দেশের খারাপ পরিস্থিতিতে ঘরে বসে থাকতে পারিনি। আমার ছোট ভাই-বোনেরা যাখন বুলেটবিদ্ধ হয়ে মারা যাচ্ছিল, তখন আর নিজেকে ধরে রাখতে পারনি। তাই রাজপথে নেমে গিয়েছিলাম। আমার মনে হয়েছে আমার ভাইবোনদের বুকে গুলি চালানোর আগে তারা আমার বুকে গুলি চালাক। নিরস্ত্র কিছু বাচ্চার উপর গুলি চালানোটা ফ্যাসিবাদ সরকারের বর্বরতা ছাড়া কিছুই না!’

কোনো রাজনৈতিক দলের জন্য নয়, মানবিক জায়গা থেকে আন্দোলনে নেমছিলেন লগ্না। এসব তথ্য উল্লেখ করে এ গায়িকা বলেন, ‘আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না এবং সম্পৃক্ত হবোও না। আমি যতটুকু করেছি, তা আমার মানবিকতা থেকে করেছি এবং যারা শিল্পী হিসেবে নিজেদের দাবি করেন, তাদের সবারই এতে অংশ নেওয়া প্রয়োজন ছিল।’

ফেসবুকে লগ্নার নামে ফেক আইডি খোলা হয়েছে। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি। এ বিষয়ে লগ্না বলেন, ‘প্রায় একযুগ ধরে একটা মহল আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলে অসৎ কাজ করে বেড়াচ্ছে। যার দ্বায়ভার আমি নেব না। আজকের ব্যাপারটা এতই বেশি করে ফেলছে যে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার দর্শকদের বলব, এসব ফেক আইডি থেকে দূরে থাকুন, নইলে সমস্যা আপনারই হবে। যারা এসব করছে তাদের বিরুদ্ধে শুধু জিডি নয়, ভবিষ্যতেও কঠোর আইনি পদক্ষেপ নেব।’

আগামীকাল (২০ সেপ্টেম্বর) বৈশাখী ফোক লাইভে অংশ নেবেন লগ্না। তার সঙ্গে থাকবেন কণ্ঠশিল্পী এস এম আলাউদ্দিন। এটি প্রচার হবে রাত সাড়ে ৮টায়। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আইনুন পুতুল।