বিনোদন

আমি কোনো রাক্ষসের সম্মুখীন হইনি: রুক্মিণী

গত ৮ আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। ন্যক্কারজনক এ ঘটনায় ফুঁসে উঠেছে কলকাতাবাসী।

এরই মাঝে হেমা কমিটির রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় চলছে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এ পরিস্থিতিতে নিজের সঙ্গে ঘটা তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রীরাও মুখ খুলছেন। এ নিয়ে প্রশ্নের মুখে পড়লেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার সঙ্গেও কি এমন তিক্ত ঘটনা ঘটেছে?

হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র বলেন, ‘আসলে এক্ষেত্রে সকলের অভিজ্ঞতাই আলাদা, ভীষণ ব্যক্তিগত। আমি অনেক ছোট থেকে কাজ করছি। মাত্র ১৩ বছর বয়স থেকে। সত্যি বলতে আমি কখনো খারাপ কিছুর মুখোমুখি হইনি। ছোটবেলায় যখন মা, দিদার সঙ্গে কাজে যেতাম, তখনো নয়, আবার ১৮ বছরের পর যখন একা যেতে শুরু করলাম তখনো না। মুম্বাই, দিল্লি, কলকাতা, এমনকি বিদেশেও বিভিন্ন জায়গায় কাজ করেছি। আমি অনেক ছোট থেকেই অভিনয় করার প্রস্তাবও পেয়েছি। তবে এমন কোনো অভিজ্ঞতা আমার তো হয়নি। অর্থাৎ আমার অভিজ্ঞতা এক্ষেত্রে ভালো।’

ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে রুক্মিণী মৈত্র বলেন, ‘তবে অনেক মহিলাই আছেন, তাদের অভিজ্ঞাতা আলাদা। অনেকেরই অনেক খারাপ অভিজ্ঞতা হয়েছে। হয়তো একই লোকের সঙ্গে আমার ভালো অভিজ্ঞতা, অন্যজনের আবার খারাপ অভিজ্ঞতা। তাই এটা যার সঙ্গে হয় সেই বোঝে। ঈশ্বরকে ধন্যবাদ, আমি তেমন কোনো রাক্ষসদের সম্মুখীন হইনি। তবে আমি এটা বলতে পারি না যে, এটা ঘটে না। তবে যাদের সঙ্গে ঘটেছে, সেটা সত্যিই খারাপ।’

শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, অন্য অঙ্গনেও যৌন হেনস্তার ঘটনা ঘটে। তা দাবি করে রুক্মিণী মৈত্র বলেন, ‘আসলে আরজি করের ঘটনার পর ওই একটা সূত্র ধরে এখন অনেক কিছু বদলে যাচ্ছে, অনেক কিছু উঠে আসছে। তবে এই যৌন হেনস্তার বিষয় কিন্তু শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়, সর্বত্রই আছে। আলোচনা হয়তো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে, তবে অন্য সেক্টরেও এটা আছে, হয়তো আরো ভয়ঙ্করভাবে আছে। বরং আমরা অভিনেতা-অভিনেত্রীরা কিছু ঘটলে সেটা নিয়ে ফেসবুকে লিখতে পারি, কথা বলতে পারি। আর অন্য লোকেরা এখানে ভয়ে থাকে যে, তারা কিছু করলে খবরে চলে আসবে। তবে অন্য সেক্টরের কেউ লিখলে, মুখ খুললে তার চাকরিটাই চলে যাবে। তাই আমি বলব, এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হলে সর্বক্ষেত্রে, সব সেক্টরে হওয়া উচিত।’

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিণী মৈত্র। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। এ জুটির পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছে। রুক্মিণীর পরবর্তী সিনেমা ‘টেক্কা’। প্রযোজনার পাশাপাশি এ সিনেমায়ও অভিনয় করেছেন দেব।