বিনোদন

শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন তিন তারকা

শিক্ষার্থীদের যে পরামর্শ দিলেন তিন তারকা

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফল প্রকাশের পর শুভেচ্ছা বার্তায় ভাসছেন শিক্ষার্থীরা। পাশাপাশি প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় কেউ কেউ হতাশ।

এ পরিস্থিতিতে ধৈর্য ধারণ করে আগামীর পথ চলতে সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন সময়ের সফল অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণরা। জনপ্রিয় এসব শিল্পীরা এইচএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পাস করা শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেন, ‘যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল পেয়েছেন, তাদের অভিনন্দন! আপনার পরিশ্রমকে উদযাপন করুন এবং ভবিষ্যতে আরো বড় স্বপ্নের দিকে এগিয়ে যান।’

প্রত্যাশা অনুযায়ী যারা ফলাফল পাননি তাদের উদ্দেশে তিনি লিখেন, ‘আর যারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল পাননি, হতাশ হবেন না। এটি কেবল একটি অধ্যায়, সামনে আরো অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আপনার হবে।’

অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘সবার আগে পড়াশোনা। বিশ্ববিদ্যালয়ের জীবনটাকে গুরুত্ব দিতে হবে। এখন সবার হাতে মোবাইল রয়েছে। সেটা দিয়ে এসব তরুণ শিক্ষার্থীরা নাটক দেখছে, টিকটক বানাচ্ছে বা ভিডিও বানাচ্ছে কেউ কেউ। কিন্তু এসবই করতে হবে, তবে পড়াশোনার বাইরে। আমি সেটাই করেছি, আগে পড়েছি। কারণ ক্যারিয়ার গড়ার সময়ই এখনই নয়। সময় আসবে। এ জন্য ক্যারিয়ার গড়ার সময়কে যথাযথভাবে ব্যবহার করতে হবে।’

নিজের উদাহরণ দিয়ে তৌসিফ মাহবুব বলেন, ‘আমি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। পরে অনেক দেরিতে আমি অভিনয় শুরু করেছি। তার আগে আমি নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্ব দিয়ে অন্য কাজ এগিয়ে নিয়েছি। নিয়মিত পড়াশোনা করে যাওয়া, পড়াশোনার বাইরে অনেক জানা— এগুলো আমাকে ক্যারিয়ারের জন্য ম্যাচিউর করেছে। সেটা অভিনয়েও কাজে দিয়েছে। যে হিরো হতে চাও, সমস্যা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের সময়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা করতে হবে। বাকি সব পড়াশোনার পরে।’

অভিনেত্রী তাসনিয়া ফারিণ জানান, অটো পাস অনেকের ফলাফলের ওপর প্রভাব ফেলবে। অনেকের ফলাফল খারাপও হতে পারে। হয়তো আশানুরূপ হবে না। এখন তাদের ভর্তি পরীক্ষার সময়, পড়াশোনা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

ফারিণ বলেন, ‘অটো পাসের কারণে কেউ এগিয়ে থাকবে, কেউ পিছিয়ে থাকবে। যে কারণে যাদের ফলাফল আশানুরূপ হয়নি, তাদের জন্য এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়টা গুরুত্বপূর্ণ। ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিজেদের প্রমাণ করতে হবে। ফলাফলে কে এগিয়ে, কে পিছিয়ে, ভাবার সময় নেই। কারণ পরীক্ষা হয়নি। এটা মেনে নিতে হবে। সেই কারণে ভর্তি পরীক্ষা আরো কড়াকড়ি হবে ধরে নিতে হবে। পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে। এই সময়টাকে কাজে লাগাতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়জীবনটা আরো গুছিয়ে নেওয়ার সময়। পড়াশোনার পাশাপাশি নানা বিষয়ে জ্ঞান রাখতে হবে। সবার জন্য শুভকামনা।’