বিনোদন

রাশিয়ায় ভারতীয় সিনেমা দারুণ জনপ্রিয়: ভ্লাদিমির পুতিন

সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী ভারতীয় সিনেমার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। একসময় বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ভারতের অন্য ফিল্ম ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিয়েছে। তবে তাতে এখন কিছুটা ভাটা পড়েছে। বরং জয়ের পতাকা উড়াচ্ছে ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি।

সব মিলিয়ে ভারতীয় সিনেমা বিশ্বে বিশেষভাবে নজর কাড়ছে। বাণিজ্যিকভাবে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশটির চলচ্চিত্র। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানালেন, ভারতীয় সিনেমা রাশিয়ায় দারুণ জনপ্রিয়।

ব্রিকস সম্মেলনের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমরা যদি ব্রিকস সদস্যভুক্ত দেশগুলোর দিকে তাকাই, আমার মনে হয়, এসব দেশে ভারতীয় সিনেমা দারুণ জনপ্রিয়। আমাদের দেশে বিশেষ একটি টিভি চ্যানেল রয়েছে, যেখানে একটা সময় ভারতীয় সিনেমা দেখানো হয়।’

ভারতীয় সিনেমার প্রতি আগ্রহ প্রকাশ করে ভ্লাদিমির পুতিন বলেন,  ‘ভারতীয় সিনেমার প্রতি আমাদের আগ্রহ রয়েছে। আমরা ব্রিকস চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকি। এ বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ব্রিকসভুক্ত দেশগুলোর সিনেমা প্রদর্শন করা হয়েছে। ভারতীয় চলচ্চিত্রের বিষয়ে আমরা ইতিবাচক, তারা যদি আগ্রহী হয় তবে একটি গ্রাউন্ড তৈরি হবে এবং রাশিয়াতে তাদের সিনেমার প্রচার করব।’   

পাশাপাশি ফার্মাসিউটিক্যালসও একটি ভালো উদ্যোগ হতে পারে বলে মনে করেন ভ্লাদিমির পুতিন। তার ভাষায়— ‘আমি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। আমরা চুক্তিতে আসব, আশা করছি, কোনো অসুবিধা হবে না।’

তথ্যসূত্র: এনডিটিভি