বিনোদন

অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন ধনকুবের রতন টাটা

চলতি মাসে মারা গেছেন ভারতের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টাটা গ্রুপের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা। একবার এই ধনকুবেরের সঙ্গে একই ফ্লাইটে লন্ডনে গিয়েছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। সেই সময়ে অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা।

ভারতের ছোট পর্দার অন্যতম আলোচিত কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। এবারের সিজনও সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ প্রতিযোগীদের সঙ্গে অমিতাভের আলাপচারিতা, স্মৃতিচারণ। এ শোয়ের বিশেষ এপিসোডে রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে এ তথ্য জানান অমিতাভ।

রতন টাটা তার সহযোগিদের কাউকে খুঁজে পাচ্ছিলেন না। জরুরিভিত্তিতে তার একটি ফোন করা প্রয়োজন ছিল। এ তথ্য উল্লেখ করে অমিতাভ বচ্চন বলেন, ‘কল করার জন্য সে ফোন বুথে যায়। আমি ফোন বুথের পাশেই দাঁড়িয়ে ছিলাম। কথা বলার জন্য সে আমার কাছে আসে। সে বলে, ‘অমিতাভ, আমি কি আপনার কাছ থেকে কিছু টাকা পেতে পারি? একটা কল করার মতো টাকা আমার কাছে নেই।’ ওই সময়ে আমি তার কথা বিশ্বাস করতে পারছিলাম না।”

গত ৯ অক্টোবর রাতে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন অঙ্গনের মতো রুপালি জগতের তারকারাও ব্যথিত হন। সোশ্যাল মিডিয়ায় অনেক তারকাই শোকগাঁথা রচনা করেন। অন্যদের মতো অমিতাভ বচ্চনও শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন।

মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) অমিতাভ বচ্চন লেখেছিলেন, ‘এখন জানতে পারলাম রতন টাটাজি মারা গেছেন। একটি যুগের সমাপ্তি ঘটল। বিভিন্ন ক্যাম্পেইনে তার সঙ্গে দারুণ কিছু সময় কেটেছে।’

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে