ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবার থেকে গুলিবিদ্ধ হন বলিউড অভিনেতা গোবিন্দ। মুম্বাইয়ের জুহুর ক্রিটি কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন এই নায়ক। গত ৪ অক্টোবর দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে।
হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে রয়েছেন গোবিন্দ। কিন্তু এখন কেমন আছেন নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেতা? এ বিষয়ে কথা বলেছেন গোবিন্দর ছেলে যশবর্ধন আহুজা।
দিওয়ালি উপলক্ষে মুম্বাইয়ে একটি পার্টিতে যোগ দেন যশবর্ধন আহুজা। এ সময় গোবিন্দর শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘বাবা এখন অনেক অনেক ভালো আছেন। সেলাই খুলে ফেলা হয়েছে। সুতরাং এখন আর চিন্তার কিছু নেই।’
এরপর হাসতে হাসতে যশবর্ধন আহুজা বলেন, ‘কয়েক সপ্তাহ পরই বাবা নাচতে শুরু করবেন।’ হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সময়ে চিকিৎসকরা জানিয়েছিলেন, ৬ সপ্তাহ গোবিন্দকে সম্পূর্ণ বেডরেস্টে থাকতে হবে।
গত ১ অক্টোবর ভোর ৪টা ৪৫ মিনিটে নিজ বাড়িতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন অভিনেতা-শিবসেনা নেতা গোবিন্দ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয়। গুলিটি গোবিন্দর বাঁ পায়ের হাঁটুর হাড়ে আঘাত করে।
গোবিন্দর ম্যানেজার শশী সিনহা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে বলেছিলেন, ‘কলকাতায় আমাদের একটি শো ছিল। আজ (১ অক্টোবর) সকাল ৬টায় কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল। গোবিন্দজি নিজের বাড়ি থেকে বের হওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটে।’
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে