আগামীকাল (১ নভেম্বর) থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে ‘এগিয়ে যাও আত্মবিশ্বাসে’ শীর্ষক বিশেষ টেলিভিশন সিরিজ।
ভিট বাংলাদেশের ২০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের আত্মবিশ্বাসে এগিয়ে চলা নারীদের দৃঢ়তা ও সাহস তুলে ধরতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সিরিজটি প্রচার হবে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ২০ মিনিটে।
বাংলাদেশের নারীদের প্রতি সম্মান জানিয়ে শুরু হতে চলা এই সিরিজটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল জাকিয়া বারী মম।
ভিট বাংলাদেশের দুই দশকের পথচলা নারীদের আত্মবিশ্বাসী করার ক্ষেত্রে একটি মাইলফলক। এই সিরিজে নারীদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের জীবনের গল্প শেয়ার করার একটি প্ল্যাটফর্ম বলে মনে করেন ভিট বাংলাদেশের কর্মকর্তারা।
এই সিরিজে বিভিন্ন পেশা ও ব্যাকগ্রাউন্ডের ১০ জন সফল নারীকে দেখানো হবে, যারা তাদের আত্ববিশ্বাসের মাধ্যমে সমাজে বড় ধরনের প্রভাব রাখতে পেরেছেন। তারা শুধু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে নিজেদের উৎসর্গ করেননি; ভেঙেছেন সমাজের চিরাচরিত ধারণাও।