গুরুতর অসুস্থ ভারতের লোকগানের বরেণ্য শিল্পী শারদা সিনহা। দিল্লীর এআইআইএমএস হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে ৭২ বছর বয়সি এই শিল্পীকে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘পদ্মভূষণ’ জয়ী শারদা সিনহার শারীরিক অবস্থা খুবই গুরুতর। তার পুত্র অংশুমান সিনহা তার মায়ের সুস্থতার জন্য সবাইকে প্রার্থনা করতে বলেছেন।
২০১৭ সালে শারদা সিনহার মাল্টিপল মায়েলোমা ধরা পড়ে। এটি এক ধরনের ক্যানসার, যা বোন ম্যারোকে আক্রান্ত করে। গত সেপ্টেম্বরে শারদার স্বামী রাজনীতিবিদ ব্রজ কিশোর স্ট্রোকজনিত কারণে মারা যান। পুত্র ছাড়াও এ দম্পতির বন্দনা নামে একটি কন্যাসন্তানও রয়েছে।
১৯৫২ সালের ১ অক্টোবর বিহারে জন্মগ্রহণ করেন শারদা সিনহা। আশির দশকের শুরুতে তার সংগীত ক্যারিয়ার শুরু। মৈথিলী, ভোজপুরি, মাগধী ভাষার একাধিক গানও গেয়েছেন তিনি।
তার গাওয়া ছট পূজার গান দারুণ জনপ্রিয়। তা ছাড়াও সালমান খান অভিনীত ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক সিনেমায় প্লেব্যাক করেছেন শারদা সিনহা।