কিংবদন্তি সারঙ্গী বাদক পণ্ডিত রাম নারায়ণ মারা গেছেন। শনিবার (৯ নভেম্বর) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৬ বছর। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।
মহারাষ্ট্রের রাজ্যপাল, সিপি রাধাকৃষ্ণান প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাতে তিনি লিখেন, ‘আন্তর্জাতিকভাবে প্রশংসিত সারঙ্গী উস্তাদ পণ্ডিত রাম নারায়ণজির মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। পণ্ডিত রাম নারায়ণ তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সারঙ্গীকে বিশ্বব্যাপী অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তার সারঙ্গীর সুর মানুষের হৃদয় ও স্বর্গ স্পর্শ করেছিল।’
রাম নারায়ণের কর্মের তারিফ করে রাধাকৃষ্ণান লেখেন, ‘প্রকৃত ভারতীয় ঐতিহ্যে পণ্ডিত রাম নারায়ণ ভারত ও বিদেশের অগণিত শিষ্যের কাছে তার সারঙ্গীর শিক্ষা পৌঁছে দিয়েছেন। তার ঐশ্বরিক সুর শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকবে। তার প্রয়াণে সারঙ্গীতে এক যুগের অবসান হলো।’
১৯২৭ সালে ভারতের রাজস্থানের মেওয়াতে জন্মগ্রহণ করেন রাম নারায়ণ। একক বাদ্যযন্ত্রের অনুষ্ঠানে সারঙ্গীকে আলাদা স্থান দেওয়ার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি। পরবর্তীতে বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। কাজের স্বীকৃতিস্বরূপ পদ্মবিভূষণ ও সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার লাভ করেন এই শিল্পী।