বিনোদন

সিরিয়ালের নায়ক-নায়িকাদের নিয়ে যে তথ্য ফাঁস করলেন শ্বাশ্বত

ভারতীয় বাংলা সিরিয়াল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সমানতালে জনপ্রিয়। সিরিয়ালের প্রধান চরিত্র কোন পোশাক পরলেন, কোন গয়না পরলেন সেসব চলে আসে ফ্যাশন ও স্টাইল ট্রেন্ডে। সাধারণত প্রতিটি সিরিয়াল অনেক দিন ধরে চলতে থাকে। প্রধান চরিত্রগুলো হয়ে যায় অতি পরিচিত নাম, মুখ। গণমাধ্যমে তাদেরকে নিয়ে খুব মাতামাতি হয়। বিভিন্ন অনুষ্ঠানে তারা থাকে মধ্যমণি। কিন্তু একই চরিত্র নতুন সিরিয়ালে বা ধারাবাহিকে দ্বিতীয়বার প্রধান চরিত্র করার উদাহরণ খুবই কম। ফলে ওইসব চরিত্র হঠাৎ আলোচনা থেকে হারিয়ে যায়। এর ফলে কী হয়?- ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে বিস্তারিত বলেছেন শক্তিমান অভিনেতা শ্বাশ্বত চ্যাটার্জি।

তিনি বলেছেন, ‘সিরিয়ালে যারা প্রধান চরিত্রে অভিনয় করছেন, তাদের জন্য আমার খুব কষ্ট হয়। কারণ তাদের শেখার সময় নেই। তাদেরকে শেখানোর কেউ নেই। কন্টেন্ট-এর ক্ষতি হচ্ছে। খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে যারা অভিনয় করছে। তারা রেডিমেট যা পাচ্ছে অল্প সময়ের মধ্যে তাই করে দিচ্ছে। করে দিতে হবে, কারণ সময় নেই আলোচনা করার। নতুন নতুন যারা আসছে তাদেরকে মাস গেলে এমন পরিমাণ টাকা দেওয়া হচ্ছে, যা তার বাবা জীবনে রোজগার করেনি। বা মা জীবনে রোজগার করেনি। ফলে তাদের লাইফস্টাইল বেড়ে যাচ্ছে। শুরুতেই এটা হচ্ছে।’

শ্বাশত আরও বলেন, ‘ দেখা যায় যে, প্রথম সিরিয়ালটা হয়ে যাওয়ার পরে কিন্তু ওই প্রধান চরিত্রকে আর  নেওয়া হচ্ছে না। তখন তারা নতুন মুখ খুঁজছে। এদিকে সেতো তার লাইফস্টাইল বাড়িয়ে ফেলেছে, খরচ বাড়িয়ে ফেলেছে। এবার সে কী করবে? সে ডিপ্রেশনে ভুগছে। অনেক দিন ডিপ্রেসনে থাকার পরে হয়তো সুইসাইডও করছে।’