১৯৮৪ সালে মহেশ ভাটের ‘সারাংশ’ সিনেমা দিয়ে রুপালি জগতে পদচারণা শুরু বলিউড অভিনেতা অনুপম খেরের। তারপর কেটে গেছে চার দশক। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে সাড়ে ৫০০ সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনয়ে মুগ্ধ হননি, হিন্দি সিনেমার এমন দর্শক খুব কমই আছেন।
৬৯ বছর বয়সি অনুপমের যশ-খ্যাতি কম নেই। কিন্তু এখনো ভাড়া বাড়িতে বসবাস করেন। বলিউডের অধিকাংশ তারকার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। সেখানে অনুপম খের কেন ভাড়া বাড়িতে বসবাস করেন? ‘দ্য কার্লি টলস’-কে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের উত্তর দিয়েছেন ‘চালবাজ’খ্যাত এই অভিনেতা।
ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অনুপম খের বলেন, ‘আমি ভাড়া অ্যাপার্টমেন্টে বসবাস করি। কারণ আমি বাড়ির মালিক না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কার জন্য বাড়ি কিনব? প্রতি মাসে ভাড়া দিন এবং বসবাস করুন। যে টাকা দিয়ে আপনি বাড়ি কিনবেন, তা আপনার ব্যাংকে জমা রাখুন এবং প্রতি মাসে ভাড়া পরিশোধ করুন।’
বাড়ি না কিনে সেই অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করার পক্ষে অনুপম। নিজের জন্য কোনো সম্পত্তি কেনার চেয়ে আরো উৎপাদনশীল কিছু করতে চান অনুপম খের। তিনি মনে করেন, এমন কিছু তাৎপর্যপূর্ণ কাজে জোর দেওয়া উচিত, যার কারণে মরে যাওয়ার বহু বছর পরও মানুষ স্মরণ করবেন।
অনপুম খের বলেন, ‘আপনি মরে যাওয়ার অনেক বছর পর আপনার বাড়ি নিয়ে মানুষের ঝগড়া করার চেয়ে আপনার অর্থ দান করে দেওয়া ভালো।’
অনুপম খের সিমলায় ৮ বেডরুমের একটি বাড়ি কিনেছিলেন। এ বাড়ি কেনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “সাত বছর আগে মাকে বলেছিলাম, আমি বড় তারকা। আপনি আমার কাছে কি চান? আমি ভেবেছিলাম তিনি বলবেন, ‘কিছুই না।’ কিন্তু আমার ভাবনা ভুল প্রমাণ করে তিনি বলেছিলেন, ‘সিমলায় আমি একটি বাড়ি চাই।’ আমি মাকে বলেছিলাম, বাবা মারা যাওয়ার পর তো আমরা সেখানে থাকি না। এরপর তিনি বলেছিলেন, ‘আমরা সারা জীবন সেখানে ভাড়া বাড়িতে থেকেছি। তাই নিজের একটি বাড়ি চাই।”
১৯৭৯ সালে অভিনেত্রী মধুমালতিকে বিয়ে করেন অনুপম খের। বিয়ের কয়েক বছর পরই আলাদা হয়ে যান তারা। এ সংসারে তাদের কোনো সন্তান নেই। ১৯৮৫ সালে অভিনেত্রী কিরণ খেরকে বিয়ে করেন অনুপম। এ সংসারেও তাদের কোনো সন্তান নেই।
বিয়ের সময়ে অনুপম-কিরণ খের
তবে অনুপমকে বিয়ের আগে অর্থাৎ ১৯৭৯ সালে ব্যবসায়ী গৌতম বেরিকে বিয়ে করেন কিরণ। এ সংসারে সিকান্দার নামে একটি পুত্র সন্তান রয়েছে। কিরণ খের বিজেপির রাজনীতি করেন। চলতি বছরে লোকসভা নির্বাচনে চণ্ডীগড় থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। অনুপম খেরও বিজেপি ঘেঁষা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠজন।
১৯৫৫ সালের ৭ মার্চ সিমলায় জন্মগ্রহণ করেন অনুপম খের। তার বাবা পুশকর নাথ খের ছিলেন বন বিভাগের ক্লার্ক। তার মা দুলারি খের ছিলেন গৃহিণী। ১৯৭৮ সালে ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আশির দশকের মাঝামাঝি সময়ে বলিউডে ক্যারিয়ার শুরু করেন।
অনুপম খের অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো— ‘তেজাব’, ‘চালবাজ’, ‘বিজয়’, ‘রাম লক্ষ্মণ’, ‘ড্যাডি’, ‘দিল’, ‘সওদাগর’, ‘খেল’ প্রভৃতি। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ‘পদ্মশ্রী’, ‘পদ্মভূষণ’সহ অসংখ্য পুরস্কার।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে