বিনোদন

উপদেষ্টা ফারুকী: কলকাতার গণমাধ্যমে যা বললেন তমা মির্জা

ছাত্র-জনতার গণঅভ্যত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী এ আন্দোলনের শুরু থেকে সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে সক্রিয় ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শেখ হাসিনা সরকারের পতনের পরও সেই ধারাবাহিকতা অব্যহত রাখেন।

কয়েক দিন আগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন অঙ্গনের মানুষের যেমন শুভেচ্ছা বার্তা পেয়েছেন, তেমনি সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে নানা ধরনের চর্চাও চলছে। এরই মাঝে মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়ে মতামত জানালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা।

ভারতীয় একটি গণমাধ্যমে ‘সুড়ঙ্গ’খ্যাত অভিনেত্রী তমা মির্জা বলেন, ‘আমি রাজনীতি বুঝি না, বিষয়টি থেকে দূরে থাকতেই পছন্দ করি। তারপরও মনে হয়, বিনোদন দুনিয়ার কোনো ব্যক্তি যদি বিষয়টি বোঝেন, তা হলে তিনি যোগ দিতেই পারেন। সেই জায়গা থেকে ফারুকী ভাই উপযুক্ত ব্যক্তি।’

বাংলাদেশ ও ওপার বাংলার অভিনেতা-পরিচালক, প্রযোজকদের ভিসা পেতে সমস্যা হচ্ছে। নতুন উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কি এ সমস্যা সমাধানে উদ্যোগী হবেন? এ প্রশ্নের জবাবে তমা মির্জা বলেন, ‘ভিসা জটিলতায় আমি নিজেও ভুগছি। সব সময় কাজের জন্যই যে পড়শি দেশে যেতে হবে, এমন কথা নেই। পড়শি ভারতেও অনেক বন্ধু, শুভাকাঙ্ক্ষী আছেন। ইচ্ছে করে, তারা আসুক বা আমরা তাদের কাছে যাই। এই জায়গাটা অনেক দিন ধরেই বন্ধ।’

ভিসা জটিলতার কারণে দুই বাংলার অনেক তারকাই কাজ হারিয়েছেন। এ তথ্য উল্লেখ করে তমা মির্জা বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে, আমাদের অনেক শিল্পী ভিসা জটিলতার কারণে ভারতে চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও যখন কাজ করতে পারেননি। কলকাতার অনেক শিল্পীও একইভাবে বঞ্চিত। এটা আমাদের কাছে খুবই কষ্টের। কারণ চুক্তিবদ্ধ হওয়ার পর আমরা সেই চরিত্রে অভিনয়ের প্রস্তুতি নিয়ে থাকি। তাই আমার প্রত্যাশা আগামীতে কোনো শিল্পীকে যেন শুধু ভিসার কারণে নির্দিষ্ট কাজ হারাতে না হয়।’

বর্তমানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তমা মির্জা। তবে আগামী বছরটি তারে কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ একাধিক কাজ তার হাতে রয়েছে। তার মধ্যে দু’টি বড় বাজেটের সিনেমা এবং দুটি ওয়েব সিরিজের কাজ বলে জানিয়েছেনে এই অভিনেত্রী।