ভারতীয় বাংলা সিনেমার দাপুটে অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। ২০১২ সালে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর বেশ কিছু জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয় করে নিজেকে আরেক দফা প্রমাণ করেছেন। সর্বশেষ প্রভাসের ‘কল্কি’ সিনেমায় অভিনয় করে বিশেষভাবে নজর কাড়েন। বলা যায়, ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেতা।
পশ্চিমবঙ্গ থেকে ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন শাশ্বত চ্যাটার্জি। আলাপচারিতার শুরুতে বলা হয়— যদি বলি আপনি সফল বলিউড অভিনেতা, যে বাংলায়ও অভিনয় করছেন। এ প্রসঙ্গে শাশ্বত চ্যাটার্জি বলেন, ‘কথাটা মন্দ নয়। তবে আমার কোনো কাজ সফল হলে আমি ভুলে যাই। মনে হয়, এই তো গতকালই ইন্ডাস্ট্রিতে এসেছি। কাজেই আমাকে আরো ভালো কাজ করতে হবে। কী করেছি সেগুলো মাথায় বেশি চেপে বসলে মাটি থেকে পা উঠে যাবে।’
অমিতাভ বচ্চন, কমল হাসন, দীপিকা পাডুকোন, প্রভাস, রণবীর কাপুরের সঙ্গে কাজ করেছেন। অভিনেতা হিসেবে আপনার পরিসর আরো বড় হচ্ছে। এ প্রসঙ্গ তুলতেই শাশ্বত চ্যাটার্জি বলেন, “আমরা যে বড় বড় নামগুলো শুনি, তারা আমাদের থেকে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। কমল হাসন, অমিতাভ বচ্চন, দীপিকা কখনো দেরি করে সেটে পৌঁছান না। আমি দেখেছি, কমল (কমল হাসান) স্যার শট দিয়ে ফ্লোরে বসে রয়েছেন। যতক্ষণ পর্যন্ত পরিচালক বলছেন, ‘স্যার আপনি ভ্যানে গিয়ে বিশ্রাম করুন। আপনার শট আধ ঘণ্টা পরে।’ ততক্ষণ উনি ওখানেই থাকছেন। তারপর অনিচ্ছাকৃতভাবেই ভ্যানে চলে যাচ্ছেন। বাকি সময় ফ্লোরেই থাকেন।”
আর অমিতাভ বচ্চন কী করেন? জবাবে শাশ্বত চ্যাটার্জি বলেন, ‘উনি কাজের মধ্যে ডুবে থাকেন। আর বাকি সময় মোবাইলে ডুবে থাকেন। সবকিছুর খবর রাখেন। উনার কাছে মোবাইল পৃথিবী। মোবাইল থেকে মুখ ফিরিয়ে নিলে বই পড়তে থাকেন।’
মাধুরী দীক্ষিতের সঙ্গে কাজ করেছেন শাশ্বত। তার বিষয়ে এ অভিনেতা বলেন, ‘মাধুরী দীক্ষিতের সঙ্গে বিজ্ঞাপনে শুটিং করতে গিয়ে দেখলাম পোশাক বদলানো আর বাথরুমে যাওয়া ছাড়া তিনি মেকআপ ভ্যানে যাচ্ছেন না। আমাদের ইন্ডাস্ট্রিতে তো ভ্যান থেকে অভিনেতা-অভিনেত্রীদের ডেকে আনতে চারজন লোক লাগে।’
শাশ্বতর আরেক পরিচয় তিনি প্রখ্যাত ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা শুভেন্দু চ্যাটার্জির পুত্র। শৈবাল মিত্রের ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন শাশ্বত। এরপর সন্দীপ রায়ের ‘ফেলুদা’ সিরিজে তোপসে চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় চলচ্চিত্র ‘কাহানি’। এতে অভিনয় করে সারা ভারতজুড়ে বিখ্যাত হন। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন বিদ্যা বালান। ‘বব বিশ্বাস’ চরিত্রটি এখনো মানুষ মনে রেখেছেন।
২০১৭ সালে রণবীর-ক্যাটরিনার সঙ্গে ‘জাগ্গা জাসুস’ সিনেমায় অভিনয় করেন শাশ্বত। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের ‘দিল বেচারা’, ২০২২ সালে তাপসী পান্নুর ‘দোবারা’, কঙ্গনার ‘ধকড়’, ২০২৩ সালে নমশি চক্রবর্তীর ‘ব্যাড বয়’, ২০২৪ সালে প্রভাসের ‘কল্কি’ ও কারিনার ‘ক্রু’ সিনেমায় অভিনয় করেন শাশ্বত। বর্তমানে আরো একটি হিন্দি সিনেমার কাজ তার হাতে রয়েছে।
শাশ্বত অভিনীত উল্লেখযোগ্য বাংলা সিনেমা হলো— ‘তিয়াসা’, ‘কেয়ার অব স্যার’, ‘প্রলয়’, ‘যেখানে ভূতের ভয়’, ‘মেঘে ঢাকা তারা’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘আবার ব্যোমকেশ’, ‘আবার অরণ্যে’ প্রভৃতি।