বিনোদন

৫ হাজার কোটি টাকা আয়ের সিনেমার প্রস্তাব ফেরান ঐশ্বরিয়া

প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ১৯৯৭ সালে তামিল সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন। একই বছর বলিউডে যাত্রা শুরু করেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় ও প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন।

হলিউড সিনেমায়ও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফেরান। তার একটি সিনেমা মুক্তির পর প্রায় ৬ হাজার কোটি টাকা আয় করেছিল। চলুন জেনে নিই, ব্লকবাস্টার এ সিনেমায় অভিনয় না করার পেছনের কারণ।

 

‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ সিনেমার দৃশ্য

সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, ২০০৫ সালে মুক্তি পায় হলিউড সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’। এতে জুটি বেঁধে অভিনয় করেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। সিনেমাটিতে অভিনয়ের পরই ‘ব্র্যাঞ্জেলিনা’ তকমা পান তারা। মুক্তির পর ৪৮৭.৩ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৮৩৯ কোটি টাকার বেশি) আয় করে।

মজার ব্যাপার হলো, এ সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলির চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে ঐশ্বরিয়া রাই বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেন তিনি। কারণ ঐশ্বরিয়া অন্তঃরঙ্গ দৃশ্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এরপর চরিত্রটি লুফে নেন অ্যাঞ্জেলিনা জোলি।

 

ঐশ্বরিয়া রাই বচ্চন

২০০৪ সালে ব্র্যাড পিট অভিনয় করেন ‘ট্রয়’ সিনেমায়। এতে একিলিস চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটিতে ব্রিসেইস চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়াকে। কিন্তু এ প্রস্তাবও ফেরান এই বিশ্ব সুন্দরী। কারণ টানা ৬-৯ মাস সময় দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। পরে চরিত্রটি রূপায়ন করেন অভিনেত্রী রোজ বার্ন। তা ছাড়াও উইল স্মিথের সঙ্গে ‘হ্যানকক’ ও ‘হিচ’ সিনেমায় অভিনয়ের প্রস্তাবও ফেরান ঐশ্বরিয়া। অন্তঃরঙ্গ দৃশ্যে অস্বস্তি ও শিডিউল জটিলতার কারণে এ দুই সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দেন ‘দেবদাস’খ্যাত এই অভিনেত্রী। 

ঐশ্বরিয়া যে সময় হলিউডের কাজ ফিরিয়ে দেন, তখন হলিউড সিনেমায় কাজের সুযোগ পাওয়া কঠিন ব্যাপার ছিল। অবশ্য পরে ঐশ্বরিয়াকে একাধিক হলিউড সিনেমায় দেখা গেছে। এ তালিকায় রয়েছে— ‘ব্রাইড অ্যান্ড প্রিজুডিস’, ‘দ্য মিসট্রেস অব স্পাইসেস’, ‘দ্য পিংক প্যান্থার টু’।

 

ঐশ্বরিয়া রাই বচ্চন

সিনেমায় এখন নিয়িমিত নন ঐশ্বরিয়া রাই বচ্চন। মেয়েকে নিয়েই অধিক সময় পার করছেন। তা ছাড়া বর অভিষেকের সঙ্গে তার দাম্পত্য টানাপড়েনের নানা গুঞ্জন উড়ছে। ঐশ্বরিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পোনিয়িন সেলভান: টু’। ২০২৩ সালের ২৮ এপ্রিল মুক্তি পায় মনি রত্নম পরিচালিত আলোচিত এই সিনেমা।

দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয় তামিল ভাষার এই সিনেমা। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল এটি।