বিনোদন

কাজ করতে গিয়ে বুঝলাম, অনেক কিছু শিখতে হবে: ফারিন

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী ফারিন খান। তবে তার লক্ষ্য ছিল— রুপালি পর্দা। নিজের টার্গেট পূর্ণও করেন জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। একাধিক চলচ্চিত্রে অভিনয় করলেও ফারিন নজর কাড়েন কাজল আরেফিন অমি নির্মিত ‘ফিমেল’ নাটকের মাধ্যমে।

বর্তমানে নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়েই অধিক ব্যস্ত ফারিন খান। কিন্তু চলচ্চিত্রে নাই বললেই চলে। তার সমস্ত ফোকাস এখন নাটকে। চলচ্চিত্র যার লক্ষ্য ছিল, সেই ফারিন কেন টিভি নাটকে ব্যস্ত?

এ বিষয়ে ফারিন খান বলেন, “আমি তখন অনেক ছোট ছিলাম, সেই ছোটবেলায় সিনেমা করেছি। তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। পরে কলেজে ভর্তির ব্যাপার ছিল। ফলে অভিনয় থেকে দূরে ছিলাম। মাঝখানে করোনার কারণে কাজ করা হয়নি। অনেকটা না বুঝে সিনেমায় কাজ শুরু করেছিলাম। কাজ করতে গিয়ে বুঝলাম, আমাকে আরো অনেক কিছু শিখতে হবে। যখন সিনেমা করব, তখন সিনেমার উপযুক্ত হয়েই কাজ করব। তাই নাটকে কাজ করছি।”

সিনেমায় ফেরার ব্যাপারটি ব্যাখ্যা করে ফারিন খান বলেন, “আপাতত সিনেমা নিয়ে কোনো ভাবনা নেই। কারণ এখন আমি বুঝে গেছি সিনেমা অনেক বড় একটি জার্নি। তার জন্য নিজেকে প্রস্তুত হতে হয়। সেই জায়গা থেকে সিনেমার জন্য প্রস্তুত না। যারা আমাকে পছন্দ করেন, তাদেরকে আমি হতাশ করতে চাই না। নিজেকে তৈরি করেই ফের সিনেমায় ফিরতে চাই না। এজন্য সময় নিয়ে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেই সিনেমায় ফিরব।”

২০২২ সালের শেষের দিকে নাটকের দল প্রাচ্যনাটে যোগ দেন ফারিন। মূলত, তখন তার উপলদ্ধি হয়, শুধু সিনেমার জন্য অপেক্ষা না করে ছোট পর্দায়ও কাজ করা যায়। তার ভাষায়— “এই ভাবনা থেকে অমি ভাইয়ের ‘ফিমেল’ দিয়ে শুরু করি। এখন নিয়মিত নাটকের কাজ করছি।”