বিনোদন

‘দাবাং’ সিনেমায় কাজের সুযোগকে ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ বললেন সোনাক্ষী

২০১০ সালে ‘দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সোনাক্ষী সিনহা। অভিষেক সিনেমায়ই সালমান খানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সুযোগ পান শত্রুঘ্ন সিনহার কন্যা। এ সিনেমায় কাজের সুযোগ পাওয়ার বিষয়টিকে ‘অ্যারেঞ্জড ম্যারেজ’ বলে মন্তব্য করলেন সোনাক্ষী।

কয়েক দিন আগে ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন সোনাক্ষী সিনহা। স্মৃতিচারণ করে এ অভিনেত্রী বলেন, “অমৃতা আরোরার বিয়েতে আমাকে দেখেন সালমান খান ও আরবাজ খান। সেই সময়ে আমি ওজনটা অনেক কমিয়েছি। তারা আমাকে বলেছিলেন, ‘আমরা কিছু একটা লিখছি। মনে হচ্ছে, সেই চরিত্রের জন্য তুমি পারফেক্ট।’ তবে আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিইনি।”

পরের ঘটনার বর্ণনা দিয়ে সোনাক্ষী সিনহা বলেন, “তারা আমার বাসায় এসে সিনেমাটির চিত্রনাট্য শোনান। আমার পুরো পরিবারই চিত্রনাট্য শুনেন।  তারপর মাথা নেড়ে, হ্যান্ডশেক করে চলে যান। পরের ঘটনা কি ঘটবে তা আমি বুঝতে পেরেছিলাম। সুতরাং আমি ‘দাবাং’ সিনেমার সেটে ছিলাম। পুরো ঘটনাকে অ্যারেঞ্জড ম্যারেজ মনে হয়েছিল।”

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-কে সোনাক্ষী বলেছিলেন, “আমি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে পড়াশোনা করেছি। কিশোরী বয়সেই আমার ওজন বেশি ছিল। সেই ওজন কেবলই কমিয়েছিলাম। সত্যি কেউই আমাকে জিজ্ঞাসাও করেনি সিনেমাটিতে (দাবাং) অভিনয় করতে চাই কিনা। তবে আমি বলেছিলাম, ‘কাজটি করছি।’ খুব দ্রুত পুরো ঘটনাটি ঘটেছিল। আমি কাজ শুরু করেছিলাম, বন্ধ করিনি। এই রূপান্তরটি খুব স্বাভাবিক ছিল, মনে হয়েছিল এটাই ঘটার কথা ছিল।”

অভিনব সিং কাশ্যপ নির্মিত ‘দাবাং’ সিনেমায় আরো অভিনয় করেন— আরবাজ খান, বিনোদ খান্না, ওম পুরি, ডিম্পল কাপাডিয়া, সোনু সুদ, অনুপম খের, মহেশ মাঞ্জরেকর, মালাইকা আরোরা প্রমুখ। ৪১ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করেছিল ২২১ কোটি রুপির বেশি।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে