বিনোদন

‘না’ ভোটসহ ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব

অনেক দিন ধরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন। এবার নির্বাচনব্যবস্থায় ‘না’ ভোট চালু করাসহ তিন প্রস্তাব দিলেন এই নায়ক।

রবিবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় ইলিয়াস কাঞ্চন এই প্রস্তাব দেন। সভায় নিজের প্রস্তাব তুলে ধরে চলে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত তথ্য জানান তিনি।

ইলিয়াস কাঞ্চন বলেন, “প্রার্থীদের মধ্যে কাউকে পছন্দ না হলে যেন ‘না’ ভোট দেওয়া যায়। নির্বাচনে কারো প্রতি অন্যায় হলে তিনি মামলা করেন। সেই মামলা নিষ্পত্তি হতে হতে টার্ম (নির্বাচিত পরিষদের মেয়াদ) চলে যায়। তখন ওই লোক বিচার পান না। তাই নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে। যাতে নির্বাচন কমিশনই দ্রুততার সঙ্গে সেটার বিচার করতে পারে এবং ওই লোক বঞ্চিত না হয়। ভুক্তভোগী তার অধিকার ফিরে পেতে পারে।”

পরামর্শ দিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, “বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা তছরুপ করেছে। যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। নির্বাচন কমিশনে স্বচ্ছতা কিভাবে আনা যেতে পারে, তার ব্যবস্থা করেন। না হলে জনগণের আস্থা ফেরত আসবে না; মানুষ মনে করবেন এরাও আগের মতোই।”

সভায় নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সদস্য মো. আবদুল আলীম, জেসমিন টুলী প্রমুখ উপস্থিত ছিলেন।