ভালোবেসে ঘর বেঁধেছেন বলিউডের তারকা জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। বিয়ের পর বহুবার তাদের সংসার ভাঙার খবর শোনা গেছে। গত প্রায় এক বছর ধরে এ দম্পতির বিচ্ছেদের গুঞ্জন জোরালোভাবে মায়া নগরীতে উড়ছে। কিন্তু দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। এরই মাঝে অভিষেক বচ্চন বিবাহিত পুরুষদের বউয়ের কথায় চলার পরামর্শ দিলেন।
গতকাল রাতে মুম্বাইয়ে বসেছিল ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের পঞ্চম আসর। অন্য তারকাদের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চন। সেখানেই এমন পরামর্শ দেন ‘সরকার’খ্যাত এ অভিনেতা।
এ মঞ্চে অভিষেক বচ্চন জানান, পরিচালকের নির্দেশনার ওপরেই ভরসা করেন তিনি। এ কথা শোনার পরই সঞ্চালক জানতে চান, পরিচালকের মতো স্ত্রীর ওপরেও এমন ভরসা করেন কিনা? জবাবে অভিষেক বচ্চন বলেন, “স্ত্রী যা করতে বলেন, প্রত্যেক বিবাহিত পুরুষেরই তা করা উচিত।”
অভিষেক বচ্চনের এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। যা নিয়ে চলছে জোর চর্চা।
কয়েক দিন আগে দ্য হিন্দু-কে সাক্ষাৎকার দেন অভিষেক বচ্চন। সেখানে নিজের কাজ নিয়ে কথা বলার সময়ে স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রশংসা করেন অভিষেক।
নিজেকে সৌভাগ্যবান দাবি করে অভিষেক বচ্চন বলেন, “আমি সৌভাগ্যবান। কারণ আমি বাইরে গিয়ে সিনেমা বানাই। আমি জানি, ঐশ্বরিয়া আরাধ্যর সঙ্গেই আছে। এজন্য আমি তাকে অশেষ ধন্যবাদ জানাই।”
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করে সংসার জীবন শুরু করেন অভিষেক-ঐশ্বরিয়া। ২০১১ সালের ১৬ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা আরাধ্য।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে