বিনোদন

শ্রদ্ধার নতুন ফ্ল্যাট: ১ কোটি অগ্রিম, ৮ লাখ টাকা ভাড়া

‘স্ত্রী টু’ সিনেমা মুক্তির পর আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন শ্রদ্ধা কাপুর। মোটা অঙ্কের টাকায় বাসা ভাড়া নিয়ে ফের খবরের শিরোনাম হলেন এই অভিনেত্রী।

রিয়েল এস্টেট বিষয়ক ওয়েবসাইট জাপকি ডটকম শ্রদ্ধার বাড়ি ভাড়ার বেশ কিছু নথিপত্র প্রকাশ করেছে। তাতে জানানো হয়েছে, মুম্বাইয়ের জুহুতে বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন শ্রদ্ধা। যার আয়তন ৩ হাজার ৯২৯ স্কয়ার ফুট। এ ফ্ল্যাটের জন্য ৭২ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৮৬ হাজার টাকার বেশি) অগ্রিম দিয়েছেন এই অভিনেত্রী। প্রতি মাসে ভাড়া বাবদ তাকে গুণতে হবে ৬ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ টাকার বেশি)। 

চলতি বছরের ১৬ অক্টোবর চুক্তি সম্পন্ন করেন শ্রদ্ধা। এতে চারটি গাড়ি পার্কিংয়ের জায়গা অন্তর্ভুক্ত রয়েছে। নথি অনুযায়ী, ৩৬ হাজার রুপি স্ট্যাম্প ডিউটি এবং ১ হাজার রুপি নিবন্ধন ফি দিয়েছেন বলে জানা যায়। 

শ্রদ্ধা কাপুর অভিনীত ‘স্ত্রী টু’ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের প্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা বক্স অফিসে ঝড় তুলেছিল।