বিনোদন

ফিল্ম ইন্ডাস্ট্রির ‘রাজা’ অমিতাভ, বাড়িতে কে?

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সিনেমার পাশাপাশি ছোট পর্দার ‘কৌন বনেগা ক্রোড়পতি’ গেম শো সঞ্চালনা করে থাকেন। এখন অনুষ্ঠানটির ষোলতম সিজন চলছে। এবারো এটি উপস্থাপনা করছেন বিগ বি।

এ শোয়ে মাঝেমধ্যেই নানা ঘটনার পাশাপাশি পারিবারিক তথ্যও প্রকাশ করে থাকেন অমিতাভ বচ্চন। এবারো তার ব্যত্যয় ঘটেনি। অনুষ্ঠানটির প্রতিযোগী অনুরাগ চৌরাসিয়া অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, আপনি তো ফিল্ম ইন্ডাস্ট্রির রাজা। কিন্তু আপনার বাড়ির রাজা কে?

এ প্রশ্ন শুনে ঝটপট উত্তর দেন অমিতাভ; যেন জবাব গুছিয়েই রেখেছিলেন তিনি। অমিতাভ বলেন, “জয়া বচ্চন।” এরপর অনুরাগ জিজ্ঞাসা করেন, আপনি যদি বাস্তবে ৫০:৫০ লাইফলাইন ব্যবহার করার সুযোগ পান, তবে আপনার জীবন থেকে কোন দুটি জিনিস বাদ দেবেন?

পাশাপাশি প্রশ্নকর্তা অমিতাভকে চারটি অপশন দেন। এগুলো হলো— এক. প্রতিদিন সময়মতো কাজে যাওয়া। দুই. জিমে ঘাম ঝরানো। তিন. ব্লগ লেখা। চার. মেকআপ ম্যান বারবার আপনার চুল স্পর্শ করছে, তাকে দূরে সরিয়ে দেওয়া। উত্তরে অমিতাভ বচ্চন বলেন, “বহু বছর আগে শোতে ৫০:৫০ লাইফলাইন ব্যবহার করা হতো। এখন আর নেই। তাই চারটি জিনিসই জীবনে রাখতে চাই।”

নতুন কোনো গ্যাজেট কিনে আনার পর কোথাও আটকে গেলে কারো সাহায্য নেন? উত্তরে অমিতাভ বচ্চন বলেন, “একজন নয়, ৫-৬ জনের সাহায্য নিই। কিন্তু, সমস্যা হলো মাঝরাতে নানা ঝঞ্ঝাটে পড়ি। তবে নাতি-নাতনিরা যেমন সাহায্যের জন্য রয়েছে, তেমনই অভিষেকও আছে। এ বিষয়ে ও খুব সাহায্য করে।”

‘বংশী বিরজু’ সিনেমার শুটিং সেটে অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ার প্রথম দেখা। আর ‘গুড্ডি’ সিনেমার শুটিং থেকে দুজনের মন দেওয়া-নেওয়া শুরু। অমিতাভ একই সঙ্গে ‘আধুনিক এবং ট্র্যাডিশনাল’ কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছিলেন। এই দুই বিচারে জয়াকেই তার মনে ধরে। ১৯৭৩ সালে সেই প্রেম পরিণয় লাভ করে। এরই মধ্য দিয়ে বাঙালি মেয়ে জয়া ভাদুড়ি অমিতাভ বচ্চনকে বিয়ে করে হয়ে যান জয়া বচ্চন।