একুশ শতকের সেরা ২৫ পপ তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন বিলবোর্ড। এ তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন মার্কিন গায়িকা বিয়ন্সে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।
বিয়ন্সেকে তালিকার শীর্ষে জায়গা দেওয়ার কারণ ব্যাখ্যা করে বিলবোর্ড কর্তৃপক্ষ বলেন— “গত ২৫ বছরে বিয়ন্সের অ্যালবাম, একক গান, ইন্ডাস্ট্রি এবং শিল্পীদের মাঝে তার প্রভাব অতুলনীয়।”
বিলবোর্ডের এ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন আলোচিত গায়িকার টেলর সুইফট। তার চলমান সংগীত সফর দ্য ইরাস ট্যুর বিশ্বসংগীতে নতুন মাত্রা যোগ করেছে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বারবাডিয়ান গায়িকা রিয়ান্না। কানাডিয়ান র্যাপার ড্রেক জায়গা পেয়েছেন চার নাম্বারে। বিতর্ক মাথায় নিয়ে গানে নতুন মাত্রা যোগ করা এই গায়কের ভক্ত-অনুসারীর অভাব নেই। তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন লেডি গাগা। ইদানিং গানের চেয়ে অভিনয় নিয়েই অধিক ব্যস্ত তিনি। কিন্তু বিশ্বসংগীতের শ্রোতারা জানেন, গায়িকা গাগা কতটা শক্তিশালী।
এ তালিকার ৬ষ্ঠ অবস্থানে রয়েয়েছন মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স। সপ্তম স্থানে রয়েছেন বিতর্কিত মার্কিন র্যাপার কনইয়ে ওয়েস্ট। তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ আছে, নানা বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনার জন্ম দিয়েছেন। তারপর গানের কারণে বিশ্বব্যাপী তার শ্রোতা আছে। বিলবোর্ডের তালিকায় ৮ নাম্বারে রয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। অভিনেতা-গায়ক আরিয়ানা গ্রান্দে তালিকার নবম স্থানে রয়েছেন। দশম অবস্থানে আছেন যুক্তরাজ্যের ৩৬ বছর বয়সি গায়িকা অ্যাডেলে।
এ তালিকার বাকি ১৫ তারকা যথাক্রমে হলেন— উশার রেমন্ড, এমিনেম, নিকি মিনাজ, জাস্টিন টিম্বারলেক, মাইলি সাইরাস, জে-জেড, শাকিরা, দ্য উইকেন্ড, বিটিএস, ব্রুনো মার্স, লিল ওয়েন, ওয়ান ডিরেকশন, ব্যাড বানি, এড শিরান ও কেটি পেরি।
তথ্যসূত্র: বিলবোর্ড ও ইউএসএ টুডে