বিনোদন

বিয়ে করলেন নাগা-শোভিতা

ফের বিয়ে করলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য আক্কিনেনি। তার স্ত্রীর নাম শোভিতা ঢুলিপালার। বুধবার (৪ ডিসেম্বর) পারিবারিক সূত্রেপ্রাপ্ত হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওসে বিয়ের আসর বসেছিল। এদিন, রাত ৮টা ১৫ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় দুই পরিবারের সদস্য ছাড়াও বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শোভিতার এটি প্রথম হলেও নাগা চৈতন্যর দ্বিতীয় বিয়ে। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিয়েতে ঐতিহ্যবাহী সাজে সেজেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা। বর নাগা পাঞ্চ (এক ধরনের ধুতি) ও পাঞ্চাবি পরেছিলেন। এসময় তার দাদা, কিংবদন্তি অভিনেতা-প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাওকে শ্রদ্ধা জানান তিনি। অন্যদিকে, কনে শোভিতা ঐহিত্যবাহী সিল্কের শাড়ির সঙ্গে ভারি গহনা পরেন। 

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘মেড ইন হেভেন’খ্যাত অভিনেত্রী শোভিতা তার সাংস্কৃতিক শিকড়কে সম্মান জানাতে কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেন। এ শাড়িতে সোনার জরি ব্যবহার করা হয়েছে।

অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত হয় নাগা চৈতন্য ও শোভিতার গায়েহলুদের অনুষ্ঠান। এর মাধ্যমে এ জুটির প্রাক-বিবাহের অনুষ্ঠানের সূচনা হয়। আজ চার হাত এক হলো এই প্রেমিক জুটির।

শোভিতা অভিনীত ‘গুদাচারি’ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এ সিনেমায় শোভিতার অভিনয় দেখে মুগ্ধ হন নাগা চৈতন্যর বাবা নাগা আক্কিনেনি। পরবর্তীতে শোভিতাকে বাড়িতে আমন্ত্রণ জানান নাগা আক্কিনেনি। সেই সাক্ষাতে চলচ্চিত্র ছাড়াও জীবন নিয়ে নানা আলোচনা করেছিলেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান শোভিতার শ্বশুর। তবে ২০২২ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে প্রথম সাক্ষাৎ করেন শোভিতা-নাগা চৈতন্য। তারপর ডুবে ডুবে ২ বছর জল খেয়েছেন এই যুগল।

বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোভিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।