যাদবপুরের রাস্তায় কঠিন পরিস্থিতির মুখে পড়লেন ভূমি ব্যান্ড খ্যাত গায়ক সৌমিত্র রায়। হলুদ ট্যাক্সিতে যাচ্ছিলেন হঠাৎই চালক তার সঙ্গে খারাপ আচরণ করে এবং মাঝরাস্তায় গায়ককে নেমে যেতে বলেন। সৌমিত্র চালকের আচরণে অবাক হন। তিনি রাস্তায় উপস্থিত ট্রাফিক পুলিশকে পরিস্থিতির কথা জানান। তারপরেও শেষ রক্ষা মেলেনি! কেন এমন ঘটলো সেই প্রশ্ন এখনও অজানা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দীর্ঘ পোস্টে এই বিষয়টি নিয়ে লিখেছেন সৌমিত্র। তিনি লেখেন, ‘‘গত মঙ্গলবার (৩রা ডিসেম্বর), আমায় হুমকি দেওয়া হয়। বলা হয় হলুদ ট্যাক্সি থেকে নেমে যেতে।’’
গায়ক তার পোস্টে আরও উল্লেখ করেছেন, বড়বাজারের ত্রিপল পট্টির সামনে এক অবাঙালি ট্যাক্সি চালক কটু-কথা বলে তাকে নেমে যেতে বলেছিলেন। ওই সময় অন-ডিউটি ট্রাফিক পুলিশ অফিসার সেই ড্রাইভারকে নির্দেশ দিয়েছিলেন তাকে যাদবপুর পৌঁছে দেওয়ার জন্য। তারপরেও ড্রাইভার তাকে নিয়ে যেতে অস্বীকৃতি জানান।
শেষ পর্যন্ত হলুদ ট্যাক্সি থেকে নেমে যান সৌমিত্র রায়। এরপর তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। পুলিশের এক অফিসার মন্তব্য করেন, সৌমিত্রের উচিত হয়নি ট্যাক্সি থেকে নেমে যাওয়া। কিন্তু সৌমিত্র ওই ট্যাক্সি চালকের সঙ্গে আর কোনো বাক বিতণ্ডায় জড়াতে চাননি। এজন্য গাড়ি থেকে নেমে যান।
সৌমিত্র তার পোস্টে আরও উল্লেখ করেছেন, শহরে অনেক ভালো চালকের ট্যাক্সিতে তিনি যাতায়াত করেছেন। কিন্তু এমন পরিস্থিতি তাকে মোকাবিলা করতে হয়নি।