বিনোদন

রণবীরের সেলফিতে মেহজাবীন

রেড কার্পেটে দাঁড়ানো মেহজাবীন চৌধুরী। তার পরনে লাল রঙের শাড়ি, চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। ঠোঁটে লাল রঙের লিপস্টিক, মুখে হাসি। ডান হাতের আঙুল উঁচিয়ে ‘ভি চিহ্ন’ দেখাচ্ছেন। তার পাশে দাঁড়ানো বলিউড অভিনেতা রণবীর কাপুর। মূলত, তার সেলফিতে এমন লুকে পোজ দিয়েছেন এই অভিনেত্রী।

আজ সন্ধ্যায় মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে দুটো ছবি শেয়ার করেন। তার একটিতে এমন দৃশ্য দেখা যায়। এসব ছবির ক্যাপশনে তিনি লেখেন, “রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ সিনেমার প্রিমিয়ার থেকে।” রণবীর কাপুরের সঙ্গে প্রিয় অভিনেত্রীকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন মেহজাবীনের ভক্ত-অনুরাগীরা। পোস্টটি করার ৩ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে ৫০ হাজার; মন্তব্য পড়েছে প্রায় দেড় হাজার।

সৌদি আরবের জেদ্দায় চলছে ‘চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। গত ৫ ডিসেম্বর শুরু হয়েছে এই উৎসব, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১০ দিনের উৎসবে ৮১টি দেশের ১২০টি সিনেমা প্রদর্শিত হবে।

এবারের রেড সি উৎসবে আছে বাংলাদেশও। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমা প্রদর্শিত হবে। এই উৎসবে অংশ নিতে মেহজাবীন এখন জেদ্দায় অবস্থান করছেন। সেখানে রণবীর কাপুরের সেলফিতে ধরা দেন মেহজাবীন।

রেড সি চলচ্চিত্র উৎসবে হলিউড ও বলিউডের প্রথম সারির একঝাঁক তারকা উপস্থিত হয়েছেন। এর আগে হলিউড তারকা উইল স্মিথ ও এমিলি ব্লান্টের সঙ্গে তোলা ছবি পোস্ট করেছিলেন মেহজাবীন।

৯ ও ১৪ ডিসেম্বর ‘সাবা’ সিনেমার আরো দুটি প্রদর্শনী রয়েছে। রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় পক্ষাঘাতগ্রস্ত মা ও মেয়ের গল্প দেখানো হয়েছে।