বিনোদন

ছেলের বিরুদ্ধে অভিনেতা বাবার মামলা

তেলেগু সিনেমার বরেণ্য অভিনেতা মোহন বাবু তার পুত্র মনোজ মাঞ্চু ও পুত্রবধূ মণিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ৯ ডিসেম্বর তেলেঙ্গানার রাচাকোন্ডা থানায় মামলাটি দায়ের হয়েছে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মোহন বাবু পুলিশের কাছে অভিযোগ করেছেন, জীবনের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন মোহন বাবু। কারণ মনোজ ৩০ জন লোক পাঠিয়েছিল, যারা তার জলাপল্লী বাড়িতে অনুপ্রবেশ করেছিল। সেই সময়ে মাধপুরে নিজ অফিসে ছিলেন মোহন বাবু। তার ছেলে ও পুত্রবধূ তার বাড়ি দখল করে তাদের উচ্ছেদের চেষ্টা করছে।

ছেলের বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ করে মোহন বাবু মামলার নথিতে লেখেন, “আমার ছোট ছেলে মনোজ বাড়িতে অসামাজিক কার্যকলাপের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরবর্তীতে ৭ মাসের কন্যাকে গৃহপরিচারিকার কাছে রেখে মনোজ ও তার স্ত্রী মণিকা বাড়ি ছেড়ে চলে যায়।”

৯ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে মোহন বাবু অভিযোগপত্রে লেখেন, “সেদিন আমি মাধপুর অফিসে ছিলাম। রাত সাড়ে ১০টার দিকে আমার এক কর্মী আমাকে জানান, প্রায় ৩০ জন ব্যক্তি জোর করে আমার বাড়িতে যায়। সেখানে তারা মনোজের সহযোগী বলে দাবি করে এবং আমার বাড়ির স্টাফদের ভয়ানক পরিণতির হুমকি দেয়। পাশাপাশি বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেয়। তাদের অনুমতি ছাড়া আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না বলেও জানায়।”

জীবন সংশয়ের কথা জানিয়ে মোহন বাবু লেখেন, “আমি আমার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও আমার সম্পত্তি নিয়ে ভীত। আমি বাড়ি ফিরে গেলে ওই লোকগুলো আমার ক্ষতি করবে এবং সেজন্য তারা অপেক্ষা করছে। তারা আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করেছে। আমার বাড়িতে আমার যেসব স্টাফ রয়েছেন তাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।”

৫০ বছরের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাঁধেন তিনি। এ সংসারে রয়েছে কন্যা মাঞ্চু লক্ষ্মী ও পুত্র বিষ্ণু মাঞ্চু। তারা দুজনেই অভিনয়শিল্পী।

বিদ্যা দেবী মারা যাওয়ার পর তারই ছোট বোন নির্মলা দেবীকে বিয়ে করেন মোহন বাবু। এ সংসারে জন্ম হয় মনোজ মাঞ্চুর। অন্য ভাই-বোনের মতো তিনিও অভিনয়ে পা রেখেছেন। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে অভিনেতা হিসেবে খুব একটা সুবিধা করতে পারেননি মনোজ।