বিনোদন

হাজার কোটি রুপি আয়ের ভারতীয় ৭ সিনেমা

মূল্যবান লাল চন্দন গাছের চোরাচালানের গল্প নিয়ে সুকুমার নির্মাণ করেন ‘পুষ্পা’ সিনেমা। প্রায় ৩ বছর নির্মিত হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট। পূর্বের মতো এ সিনেমায়ও জুটি বেঁধে অভিনয় করেছেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লীর’ রসায়ন দেখে রোমাঞ্চিত হচ্ছেন দর্শকরা।

‘পুষ্পা টু’ মুক্তির পর থেকে বক্স অফিসে টর্নেডো চলছে। বলা যায়, ‘পুষ্পা টু’ জ্বরে কাঁপছে বক্স অফিস। ৬ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৮৮০ কোটি রুপি। এর আগে ভারতের বেশ কিছু সিনেমা বক্স অফিসে মোটা অঙ্কের টাকা আয় করেছে। সর্বনিম্ন হাজার কোটি রুপি আয় ৭ সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

দঙ্গল আমির খান অভিনীত ও বহুল আলোচিত বলিউড সিনেমা ‘দঙ্গল’। ২০১৭ সালের ২৩ ডিসেম্বর ভারতের ৪ হাজার ৩০০ ও ভারতের বাইরের বিভিন্ন দেশে প্রায় ১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের জীবনী নিয়ে এটি নির্মাণ করেন নীতেশ তিওয়ারি। এটি নির্মাণে ব্যয় হয় ৭০ কোটি রুপি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১৯৭০ কোটি রুপি।

বাহুবলি টু প্রভাস অভিনীত আলোচিত সিনেমা ‘বাহুবলি টু’। এতে প্রভাসের সহশিল্পী ছিলেন আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রানা দাগ্গুবতীর মতো তারকারা। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি ২০১৭ সালের ২৮ এপ্রিল মুক্তি পায়। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে ১৮১৪ কোটি রুপি।

ট্রিপল আর বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এটিও নির্মাণ করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলি টু’ নির্মাণের পর অন্য কোনো সিনেমায় হাত দেননি তিনি। ‘বাহুবলি’ মুক্তির পাঁচ বছর পর মুক্তি পায় এই পরিচালকের ‘ট্রিপল আর’ সিনেমা। ৫৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১২৩০ কোটি রুপি।

কেজিএফ: চ্যাপ্টার টু যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন যশ। দক্ষিণের অনেক সিনেমায় কাজ করলেও ‘কেজিএফ’ সিরিজ দিয়ে দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান তিনি। ২০২২ সালের ১৪ এপ্রিল মুক্তি পায় ১০০ কোটি রুপি বাজেটের ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমা। বিশ্ব্যাপী সিনেমাটি আয় করে ১২০৮ কোটি রুপি।

কল্কি দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে চলতি বছরের ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ১০৬০ কোটি রুপি।

পাঠান দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন বলিউড বাদশা শাহরুখ খান। বহুল প্রতীক্ষিত এ সিনেমা ২০২৩ সালের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ নির্মিত এই সিনেমা মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছিল। ৫৮ বছর বয়সে রুপালি পর্দায় শাহরুখের এন্ট্রি মুগ্ধ করে তার ভক্তদের। ২৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ১০৫০ কোটি রুপি।

জওয়ান ‘পাঠান’ দিয়ে ঝড় তোলার পর একই বছরের শেষের দিকে ফের পর্দায় হাজির হন শাহরুখ খান। তার অভিনীত ‘জওয়ান’ সিনেমা গত বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায়। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমায় ‘বলিউড বাদশার’ বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ১১৬০ কোটি রুপি।

তথ্যসূত্র: স্যাকনিল্ক, সিয়াসাত ডটকম