দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। ‘হাউজফুল ফাইভ’ সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোখে আঘাত পান তিনি। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, “স্টান্ট করার সময়ে কিছু একটা উড়ে গিয়ে অক্ষয় কুমারের চোখে আঘাত করে। দ্রুত শুটিং সেটে একজন চক্ষু বিশেষজ্ঞ ডাকা হয়। এরপর তার চোখে ব্যান্ডেজ করে বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসক।”
অক্ষয় কুমার খুব দ্রুত শুটিংয়ে ফিরবেন। এ তথ্য উল্লেখ করে সূত্রটি বলেন, “আহত হলেও খুব দ্রুত শুটিংয়ে ফেরার পরিকল্পনা করেছেন অক্ষয়। কারণ সিনেমাটির শুটিং এখন শেষ পর্যায়ে রয়েছে। সুতরাং তিনি আর সিনেমাটির কাজ আটকে দিতে চান না।”
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’। এর আগে এ ফ্র্যাঞ্চাইজির চারটি সিনেমা মুক্তি পায়। এবার সিনেমাটির পঞ্চম কিস্তি নির্মিত হচ্ছে। এটি নির্মাণ করছেন তরুণ মনসুখানি। নতুন এ কিস্তিতে থাকছেন একঝাঁক তারকা অভিনেত্রী।
এর আগে সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র পিঙ্কভিলাকে বলেন, “হাউজফুল ফাইভ’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন ফার্নান্দেস, নার্গিস ফাখরি, সোনম বাওয়াজ, চিত্রাঙ্গদা সিং, সৌন্দর্য শর্মা। প্রতিটি চরিত্র সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ। কাস্টিংয়ের ক্ষেত্রে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং তাদেরকে সিনেমাটির জন্য চূড়ান্ত করেছেন।”
বরাবরের মতো অক্ষয় কুমারকে ‘হাউজফুল ফাইভ’ সিনেমায় মজার চরিত্রে দেখা যাবে। এ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফারদিন খান, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, চাঙ্কি পান্ডে প্রমুখ।
উল্লেখ্য, ২০১০ সালে মুক্তি পায় হাউজফুল ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ‘হাউজফুল’। ২০১২ সালে মুক্তি পায় ‘হাউজফুল টু’। ২০১৬ সালে মুক্তি পায় ‘হাউজফুল থ্রি’। ২০১৯ সালে মুক্তি পায় ‘হাউজফুল ফোর’।