বলিউড অভিনেতা হৃতিক রোশানের কাকা, বরেণ্য সংগীত পরিচালক রাজেশ রোশানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করলেন ওপার বাংলার জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। ‘স্ট্রেইট আপ’ পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে এমন গুরুতর অভিযোগ করেন ‘বসন্ত এসে গেছে’খ্যাত এই গায়িকা।
গত বছর রাজেশ রোশানের বাড়িতে লগ্নজিতার সঙ্গে দুঃখজনক এই ঘটনা ঘটে। লগ্নজিতা চক্রবর্তী বলেন, “আমি তখন মুম্বাইয়ে বসবাস করি। তিনি আমাকে ফোন করে তার শান্তাক্রুজের বাড়িতে দেখা করতে বলেন। এটি ছিল বিলাসবহুল জায়গা, সুন্দরভাবে সজ্জিত। আমরা তার সংগীতের ঘরে বসেছিলাম। যেখানে সব ধরণের সুযোগ-সুবিধা এবং বাদ্যযন্ত্র ছিল।”
শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার ঘটনা বর্ণনা করে লগ্নজিতা বলেন, “আমার পাশে বসেছিলেন তিনি। আমি ততক্ষণে বেশ কিছু বিজ্ঞাপনের জিঙ্গেল গেয়ে ফেলেছি। টেবিলে একটি আইপ্যাড ছিল এবং তিনি আমাকে আমার কিছু কাজ দেখাতে বললেন। আমি যখন আইপ্যাড ব্রাউজ করছিলাম, তখন তিনি আমার আরো কাছে চলে আসেন। বিষয়টি আমি লক্ষ্য করি। কিন্তু তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানাই না। তারপর কোনো কথা না বলে, তিনি আমার স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন। অবস্থা এমন যে, এটা কোনো বিষয়ই না। আমি তাকে বেশি কিছু না বলে বেরিয়ে আসি।”
এ ঘটনার পর রাজেশ রোশানকে কড়া জবাব না দেওয়ার কারণ ব্যাখ্যা করে লগ্নজিতা বলেন, “এটা নিয়ে খুব বেশি হইচই করিনি। কারণ আমার মনে হয়, তিনি যে ব্যবহার করেছেন, এটি তার সমস্যা এবং তার ভুল। সেখানে আমার কোনো ভুল ছিল না।”
লগ্নজিতা গুরুতর এ অভিযোগ করার পর বিষয়টি চর্চায় পরিণত হয়েছে। তবে এ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি রাজেশ রোশান।
তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল