শুটিং সেটে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, সাইদুর রহমান পাভেল এবং অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জিন্দা পার্কে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা। পরিচালক কাজল আরেফিন অমি এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, শুটিংয়ে স্কুটি ড্রাইভিংয়ের একটি দৃশ্যের শুটিং করছিলেন তারা। সেসময়েই স্কুটি থেকে পড়ে গিয়ে আহত হন অপূর্ব, পাভেল ও ফারিণ। তবে অপূর্ব ও ফারিণের অবস্থা তেমন গুরুতর নয়। সাইদুর রহমান পাভেল খানিকটা বেশি আঘাত পেয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওয়েব ফিল্মটি পরিচালনা করছেন কাজল আরেফিন অমি। এ নির্মাতা বলেন, “আমাদের ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের একটি দৃশ্যের শুটিং চলাকালীন দুর্ভাগ্যবশত দুর্ঘটনাটি ঘটে। পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হন। আমরা সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার নিশ্চিত করেছেন তারা সবাই সম্পূর্ণ সুস্থ আছেন।”
আপাতত তিন তারকাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আবার কাজে ফেরার আশা ব্যক্ত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত এই নির্মাতা।