ভারতের সংসদ সদস্য এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত। মাঝে মধ্যেই বলিউড অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন। অভিনেতা-অভিনেত্রীরা বড় কোনো ঘটনায় জড়ালে তিনি একেবারেই চুপ থাকতে পারেন না। সম্প্রতি বাড়ির শয়নকক্ষ থেকে গ্রেপ্তার করা হয় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনকে। কারণ হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে ভক্ত অনুরাগীরাদের উপচে পড়া ভিড় ছিল। সেখানে উপস্থিত ছিলেন আল্লু। তাকে দেখতে অনেক মানুষ হুড়োহুড়ি লাগিয়ে দেয়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক নারীর। নিরাপত্তার ঘাটতি ছিল বলে স্থানীয় পুলিশ আল্লু অর্জুনের বিরুদ্ধে অভিযোগ আনে।
এই ঘটনার জের ধরে শুক্রবার গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই আল্লুকে অন্তর্বর্তী জামিন দেন তেলঙ্গানা হাইকোর্ট। এতে ক্ষেপেছেন কঙ্গনা রণৌত। কঙ্গনার মতে, যা ঘটেছে তা খুবই দুঃখজনক এবং এই ঘটনায় আল্লু অর্জুনসহ প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে।
কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন “ এটা খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে আল্লু অর্জুনের বড় সমর্থক কিন্তু এটাও বলব, কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। উচ্চ স্তরের মানুষ বলেই কোনও ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়।’’
কঙ্গনা মনে করিয়ে দেন, মানুষের জীবনের দাম দেওয়া যায় না।
উল্লেখ্য, এর আগে নিহতের মৃত্যুতে শোক প্রকাশ করেন আল্লু অর্জুন। তিনি নিহতের পরিবারকে ২৫ লাখ টাকা সহায়তা প্রদানের আশ্বাসও দেন।