বিনোদন

কারিনাকে ‘বয়স্ক’ বললেন পাকিস্তানি অভিনেতা

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ‘বয়স্ক’ বলে মন্তব্য করলেন পাকিস্তানি অভিনেতা খাকান শাহনওয়াজ। একটি টিভি অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন ‘হাদজা’খ্যাত এই অভিনেতা।

পাকিস্তানি জিও টিভির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হন খাকান শাহনওয়াজ। এসময় এক ভক্ত অভিনেতাকে উদ্দেশ্য করে বলেন, “স্যার, আপনাকে কারিনা কাপুরের বিপরীতে দেখতে চাই।” জবাবে খাকান বলেন, “আমি তার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি। হ্যাঁ, আমি অবশ্যই তার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি।”

এরপর কারিনা কাপুর খানের বয়স নিয়ে খানিকটা কটাক্ষ করে খাকান বলেন, “কারিনাজি বয়স্ক মানুষ। সুতরাং আমি তার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি।”

৪৪ বছরের কারিনার বয়স নিয়ে এমন মন্তব্য ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকে ২৭ বছরের অভিনেতা খাকানকে কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন লেখেন, “কোনো অভিনেত্রীকে তার বয়স নিয়ে অসম্মান করা উচিত নয়।” আরেকজন লেখেন, “খাকান কে? তিনি কোন যুক্তিতে কারিনা প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য করেন!”

কারিনা কাপুর খানের ভক্ত-অনুরাগীরা খাকানের মন্তব্য নিয়ে জোর চর্চা করছেন। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি কারিনা কাপুর খান।