সিনেমার প্রচার ও মুক্তির কৌশলে নানা ধরনের পরিবর্তন এসেছে। ভারতীয় বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অভিনব নানা কৌশল ব্যবহার করছেন সিনেমা সংশ্লিষ্টরা। যেমন: কয়েক বছর আগেও বেশ কয়েকটি ভাষায় সিনেমা মুক্তি দেওয়া হতো না। সময়ের সঙ্গে এটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে কোভিডের পর ভারতীয় সিনেমাগুলো বিভিন্ন ভাষায় মুক্তি দিয়ে থাকে। উদ্দেশ্য, অধিক দর্শক টেনে আনা। চলতি বছরেও বেশ কিছু প্যান-ইন্ডিয়ার সিনেমা মুক্তি পেয়েছে। এ তালিকাও বেশ দীর্ঘ। চলতি বছরে বক্স অফিসে ঝড় তোলা প্যান-ইন্ডিয়ার পাঁচ সিনেমা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
পুষ্পা টু মূল্যবান লাল চন্দন গাছের চোরাচালানের গল্প নিয়ে সুকুমার নির্মাণ করেছেন ‘পুষ্পা’ সিনেমা। প্রায় ৩ বছর পর নির্মিত হয়েছে এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট। পূর্বের মতো এ সিনেমায়ও জুটি বেঁধেছেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ ও ‘শ্রীবল্লীর’ রসায়ন দেখে রোমাঞ্চিত দর্শকরা। ‘পুষ্পা টু’ মুক্তির পর বক্স অফিসে টর্নেডো শুরু হয়। মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নেয়; ভেঙে দেয় ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড। মুক্তির ২০ দিনে ‘পুষ্পা টু’ বিশ্বব্যাপী আয় করেছে ১৫২৬.৯৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৩২ কোটি ২৭ লাখ টাকার বেশি)। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৪০০-৪৫০ কোটি রুপি।
কল্কি দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। তার অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে রয়েছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, দিশা পাটানির মতো শিল্পীরা। করোনা সংকটসহ নানা কারণে পিছিয়ে যায় ৬০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার মুক্তি। সব বাধা পেরিয়ে চলতি বছরের ২৭ জুন বিশ্বের ৫ হাজার ৬০০ পর্দায় মুক্তি পায় এটি। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। ৬০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১০৬০ কোটি রুপি।
স্ত্রী-টু বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত সিনেমা আলোচিত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার সিনেমাটি গত ১৫ আগস্ট বিশ্বের প্র্রায় ৩ হাজার পর্দায় মুক্তি পায়। ১৩৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী মোট আয় করে ৮৫৭.১৫ কোটি রুপি। ভারতে নিট আয়ের দিক থেকে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘গদর টু’ সিনেমাকেও ছাড়িয়ে যায়।
দ্য গ্রেটেস্ট অব অল টাইম ভেঙ্কট প্রভু নির্মিত আলোচিত সিনেমা ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’ বা ‘দ্য গোট’। সিনেমাটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন থালাপাতি বিজয়। তার বিপরীতে রয়েছেন স্নেহা। গত ৫ সেপ্টেম্বর বিশ্বের ৬ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বাজিমাত করে এটি। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৪৫৭.১২ কোটি রুপি।
ভুল ভুলাইয়া থ্রি বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্যাঞ্চাইজি ‘ভুল ভুলাইয়া’। চলতি বছরের ১ নভেম্বর মুক্তি পায় এ সিনেমার তৃতীয় কিস্তি। কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিতকে নিয়ে এটি পরিচালনা করেন আনিস বাজমি। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে সাড়া ফেলে। কার্তিক আরিয়ান তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং পায় এ সিনেমার মাধ্যমে। ‘টপ প্যান-ইন্ডিয়া ২০২৪’-এর তালিকায় সিনেমাটির অবস্থান পঞ্চম। এটি নির্মাণে ব্যয় হয় ১৫০ কোটি রুপি। হরর-কমেডি ঘরানার সিনেমাটি বিশ্বব্যাপী আয় ৩৮৯.২৮ কোটি রুপি। এটি শুধু ভারতে আয় করে ২৬০.০৪ কোটি রুপি (নিট), বিদেশে আয় করে ৭৮ কোটি রুপি।
তথ্যসূত্র: ইন্ডিয়া টিভি