দুই হাজার চব্বিশ সালের বিদায়ী ঘণ্টা বেজে গেছে। নানারকম উত্থান-পতন, প্রাপ্তি-অপ্রাপ্তি, সমালোচনা-বিতর্কের মধ্য দিয়ে বছরটি পার করেছে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। চলতি বছরে টলিউডের বিতর্কিত কিছু ঘটনা নিয়ে এই প্রতিবেদন।
কাঞ্চন-শ্রীময়ীর পরকীয়া-বিয়ে অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছরের এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন। মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর সমালোচনা আর বিতর্কের আগুন আরো ছড়িয়ে পড়ে।
শাঁখ বাজিয়ে বিতর্কে ঋতুপর্ণা কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয়। গত ৮ আগস্ট দিবাগত রাতে নিজ কর্মস্থলে এ ঘটনা ঘটে। এরপর প্রতিবাদে ফুঁসে উঠেন কলকাতাবাসী। প্রতিবাদ মিছিলের প্রথম সারিতে অংশ নেন ভারতীয় বাংলা সিনেমার তারকারাও। অন্য সবার মতো ‘রাত দখল’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শ্যামবাজারে যাওয়ার পরই তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা; তার গাড়িতেও হামলা চালানো হয়।
পরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে স্বর তুলেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সিঙ্গাপুরের বাড়ি থেকে শাঁখ বাজিয়ে প্রতিবাদ জানান নায়িকা। সেই ভিডিও প্রকাশ্যে আসার পর চারিদিকে হাসির রোল ওঠে। এ নায়িকাকে কটাক্ষ করে মন্তব্য করেন। তারকাদের মধ্যে ঋতুপর্ণার এহেন ঘটনা নিয়ে কড়া সমালোচনা করেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
চুমু কাণ্ড ভারতীয় বাংলা সিনেমার পরিচালক-অভিনেতা অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেন এক অভিনেত্রী। এ নিয়ে মহিলা কমিশনে অভিযোগ জানানোর পর মামলা দায়ের করেন ভুক্তভোগী অভিনেত্রী। কলকাতার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানাধীন একটি রিসোর্টে শুটিং চলাকালীন ওই অভিনেত্রীকে পরিচালক অরিন্দম যৌন হেনস্তা করেন বলে দাবি অভিনেত্রীর। তার দাবি, সিনেমার দৃশ্য বোঝানোর উছিলায় অভিনেত্রীর গালে চুমু খান বলে অভিযোগ করেন নতুন প্রজন্মের এক অভিনেত্রী। এ ঘটনার জেরে টলিউডের ডিরেক্টরস গিল্ডও অরিন্দম শীলকে বরখাস্ত করে। যৌন হেনস্তার অভিযোগ ওঠার পর তা অস্বীকার করেন পরিচালক। এ নিয়েও জলঘোলা কম হয়নি।
মমতা শঙ্করের শাড়ির আঁচল বিতর্ক বরেণ্য অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতা শঙ্কর। তার অভিনয় ও নাচের জাদুতে মুগ্ধ অসংখ্য অনুরাগী। ৬৯ বছরের মমতা এখনো ঐতিহ্যগত ভাবনা সযত্নে লালন করেন। গত মার্চের মাঝামাঝি সময়ে বর্তমান প্রজন্মের মেয়েদের শাড়ি পরা নিয়ে মন্তব্য করেন। এ অভিনেত্রী বলেছিলেন— “আমি শাড়ি পরব কিন্তু আঁচলটা জায়গামতো থাকবে না, এই ভাবনাটা বুঝতে পারি না।” মূলত, এই মন্তব্যের পরই তৈরি হয় বিতর্ক। বলা যায়, রীতিমতো তোপের মুখে পড়েন। আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি মমতা শঙ্করকে আক্রমণ করেই মন্তব্য করেন। এ নিয়েও চর্চা কম হয়নি।
শ্রীলেখার যৌন হেনস্তার অভিযোগ মালায়ালাম সিনেমার পরিচালক রঞ্জিতের বিরুদ্ধে বিনা অনুমতিতে শরীর স্পর্শ করার অভিযোগ তুলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত আগস্ট মাসে এই নির্মাতার বিরুদ্ধে মামলাও দায়ের করেন শ্রীলেখা।
বিয়ের ৮ মাসের মাথায় বাবা হয়ে বিতর্কে কাঞ্চন সমালোচনাকে তোয়াক্কা না করে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ভারতীয় বাংলা সিনেমার কমেডিয়ান কাঞ্চন মল্লিক। বিয়ের সাড়ে ৮ মাসের মাথায় অর্থাৎ গত ২ নভেম্বর বাবা-মা হন এই দম্পতি। ৫৭ বছর বয়সে কাঞ্চনের বাবা হওয়ার খবরে বিস্ময় প্রকাশ করেন নেটিজেনরা, তেমনি বিয়ের ৮ মাসের মাথায় সন্তানের বাবা হওয়ার বিষয়টিও ইতবাচকভাবে নেননি অনেকেই! ফলে এ নিয়েও কড়া সমালোচনাই হজম করতে হয়েছে এই দম্পতিকে।