বিনোদন

জয়ার সিনেমা দিয়ে বছর শেষ

দুই হাজার চব্বিশ সালের বিদায়ী ঘণ্টা বেজে গেছে। কয়েক দিন পরই শুরু হবে নতুন বছর। চলতি বছরের শেষ সিনেমা হিসেবে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘নকশিকাঁথার জমিন’। এটি পরিচালনা করেছেন আকরাম খান।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে একাত্তরের মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা সিনেমাটিতে তুলে আনা হয়েছে। চিত্রনাট্য প্রসঙ্গে পরিচালক আকরাম খান বলেন, “মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের গল্প এটি। দুই বোন রাহেলা ও সালেহার কাহিনি। যুদ্ধের সময় তাদের পরিবারের মধ্যে একটা বিভক্তি তৈরি হয়। নিজেদের বাড়ির মধ্যেই যুদ্ধটা যেন চলতে থাকে। যুদ্ধের পর তারা দেখতে পায় মুক্তির সংগ্রামে তাদের জীবনের সবই হারিয়ে গেছে। পরে তারা নকশিকাঁথার মধ্যে তাদের জীবনসংগ্রামের আখ্যানটা নকশায় ফুটিয়ে তোলেন।”

গত ফেব্রুয়ারিতে মুক্তি পায় জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ সিনেমা। দীর্ঘ ১০ মাস পর ‘নকশিকাঁথার জমিন’ সিনেমার মাধ্যমে দেশের প্রেক্ষাগৃহে হাজির হলেন এই অভিনেত্রী। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত জয়ার দ্বিতীয় সিনেমা এটি। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

জয়া আহসান বলেন, “বিজয়ের মাস ডিসেম্বরের ২৭ তারিখ মুক্তি পেয়েছে নকশিকাঁথার জমিন। প্রচণ্ড অন্তর্মুখী রাহেলা যেন আজীবন অভিশপ্ত। ভীষণ আবেগের মূহূর্তেও তার মুখ পাথরের মতো অভিব্যক্তিহীন। চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে না। নকশিকাঁথার জমিন কোনো গল্প না, এটি একটি দৃশ্যকাব্য। এক অনন্য অভিজ্ঞতার স্বাদ পেতে আপনারা হলে গিয়ে আমাদের সিনেমাটি দেখুন।”

এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয়া ও ফারিহা শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ আরো দুই চরিত্র রূপায়ন করেছেন— দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।