১৯৭৩ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে পা রাখেন আমির খান। এর ১০ বছর পর সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮৮ সালে ‘কেয়াম সে কেয়ামত তক’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তবে ১৯৮৪ সালে ‘হোলি’ সিনেমায় দেখা যায় আমিরকে।
‘হোলি’ সিনেমায় অভিনেত্রী কিটু গিদওয়ানির সঙ্গে আমির খানের একটি চুম্বন দৃশ্য রয়েছে। চল্লিশ বছর পূর্বের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন কিটু। সিদ্ধার্থ কানানকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের কথা জানান এই অভিনেত্রী।
কিটু গিদওয়ানি বলেন, “সে (আমির) তখন কিছুই ছিল না। এটি ছিল তার যাত্রার শুরু। তবে সে খুব সিনেমাপ্রেমী মানুষ; সৃজনশীল। অথচ সে কে সে বিষয়ে কোনো ধারণাই ছিল। আমির খুবই শান্ত প্রকৃতির মানুষ। চুম্বন দৃশ্যের অভিনয় যখন সে শুরু করে, তখন আমরা দুজনেই নার্ভাস ছিলাম। সে খুবই বিনয়ী ও মিষ্টি। সে আমাদের মতোই সাধারণ একজন অভিনয়শিল্পী ছিলেন।”
কেতন মেহতা পরিচালিত ‘হোলি’ সিনেমা ১৯৮৪ সালের ১৫ আগস্প প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এতে মদন শর্মা চরিত্রে অভিনয় করেন আমির খান। একটি রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে এগিয়েছে সিনেমার কাহিনি; যাতে ছাত্রদের বিক্ষোভ, সামাজিক সমস্যা তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: পিঙ্কভিলা