বিনোদন

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের অ্যাওয়ার্ড পেলেন ডন

‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’ পেলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডভাইজর (স্পোর্টস) ও সংগীতশিল্পী এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। সংগীতশিল্পী ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন’।

গত শনিবার রাজধানীর সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন ব্যস্ততার কারণে উপস্থিত হয়ে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। সোমবার (৩০ ডিসেম্বর) এফ. এম. ইকবাল বিন আনোয়ারের (ডন) কর্মস্থলে উপস্থিত হয়ে সম্মাননা স্মারক, সনদপত্র ও উত্তরীয় পরিয়ে দেন পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।

পুরস্কার গ্রহণ করছেন এফ. এম. ইকবাল বিন আনোয়ার (ডন)

তা ছাড়াও ‘গণস্বাস্থ্য হোমিও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৪’ পেয়েছেন— ফেরদৌস ওয়াহিদ (আজীবন সম্মাননা), ফেরদৌস আরা (আজীবন সম্মাননা), রাহাত সাইফুল (বেস্ট কালচারাল রিপোর্টার), গাজী আনিস (বেস্ট লাইফ স্টাইল জার্নালিস্ট), আনিকা কবির শখ (বেস্ট মডেল এন্ড একট্রেস), ইভান শাহরিয়ার সোহাগ (বেস্ট ড্যান্স কোরিওগ্রাফার), গৌতম সাহা (বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার), আরেফিন জিলানী (টিভি অ্যাক্টর), রুনা খান (বেস্ট ফিল্ম অ্যাকট্রেস), তানহা তাসনিয়া (টিভি অ্যান্ড ফিল্ম অ্যাকট্রেস) সাজিয়া আফরিন (বিউটিশিয়ান), উম্মে হালিমা সাবরুন জামিলি (বেস্ট উইমেন এন্টারপ্রেনার)।

পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন সর্বোপরি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে। গতানুগতিক প্রথা পরিবর্তন করে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন। আত্মপ্রকাশের পর থেকেই ফাউন্ডেশনটি তাদের সু-সংগঠিত নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা কুঁড়াচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্প নামে সারা দেশে কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে শত শত উদ্যোক্তাদের। নির্যাতিত, নিপীড়ন, নারীদের জন্য নানামুখী উন্নয়নমূলক কাজ করে।